খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২

কয়রা উপজেলা যুবদলের প্রস্তুতি সভায় মনিরুজ্জামান মন্টু

ফ্যাসিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই করে জনগণকে গণতান্ত্রিক সরকার উপহার দিয়েই যুবদল ঘরে ফিরবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৬ এ.এম | ০১ অক্টোবর ২০২৫


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, যুবদলের সকল নেতা-কর্মীকে মানুষের কল্যানে কাজ করতে হবে। যুবদলকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আগামী দিনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে যুবদলের সর্বস্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালালেও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়ে যায়নি। আসন্ন নির্বাচনে ফ্যাসিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই করে জনগনকে গণতান্ত্রিক সরকার উপহার দিয়েই যুবদল ঘরে ফিরবে।
গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় কয়রা উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে খুলনা জেলা যুবদল কর্তৃক আয়োজিত উপজেলা ভিত্তিক যুব সমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা ভিত্তিক যুব সমাবেশ কয়রাতে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
কয়রা উপজেলা যুবদলের আহŸায়ক মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক মোঃ ইহছানুর রহমানের সঞ্চালনায় প্রস্ততি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য এমএ হাসান ও আবু সাইদ বিশ্বাস, পাইকগাছা পৌরসভা বিএনপি’র সভাপতি মোঃ আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুবেল মীর, যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শোভন, জেলা যুবদলের সদস্য হাবিবুন নবী পীর আলী, বশির আহমেদ শাহিন, এমডি জাকারিয়া হোসেন, প্রভাষক মোঃ মফিজুল ইসলাম, এস এম নাসির উদ্দীন, বিএনপি নেতা জিএম হারুন অর রশিদ, কয়রা উপজেলা যুবদল নেতা আকবার হোসেন, আসাদুল ইসলাম, ইউনুস আলী, আনারুল ডাবলু, হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, সরদার মাসুদ, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন, আছাফুর রহমান, জুয়েল ও লিটু প্রমুখ।