খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

নওয়াপাড়ায় ব্যবসা পট্টিতে বোমা হামলা, ২ জন আহত

অভয়নগর প্রতিনিধি |
১২:১১ এ.এম | ০২ অক্টোবর ২০২৫


নওয়াপাড়ার ব্যবসা পট্টিতে  দু’টি বোমা হামলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  বুধবার রাত সাতটায় স্টেশন বাজারের স্বনামধন্য ব্যবসায়ী জিয়া বিশ্বাসের প্রতিষ্ঠান মেসার্স বিশ্বাস ট্রেডিং এবং ফেরিঘাট এলাকার মেসার্স তরফদার ট্রেডিংয়ে এ ঘটনা ঘটে। 
জানা গেছে, বিশ্বাস ট্রেডিং-এর কয়লা বিক্রয় অফিসে বোমা নিক্ষেপের ফলে শোরুমের গ্লাস ভেঙে ভিতরে বিস্ফোরণ ঘটে। এতে প্রতিষ্ঠানটির ম্যানেজারসহ ২জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তরফদার ট্রেডিং-এর সামনে বিস্ফোরিত বোমা থেকে কোনো গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়রা বলছেন, এই ধরনের হামলা ব্যবসা পট্টি ও সাধারণ মানুষের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকির সংকেত। স্থানীয় ব্যবসায়ী  ফারুক মোল­া বলেন, এভাবে হামলা চলতে থাকলে নওয়াপাড়া মোকাম পুরোপুরি হুমকির মুখে পড়বে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই হামলাগুলি ব্যবসায়িক স্বার্থ, ব্যক্তিগত শত্র“তা এবং রাজনৈতিক প্রভাবের মিশ্রণ হতে পারে। নওয়াপাড়ার বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক মহলের মধ্যে চলমান দ্ব›দ্বকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পুলিশ  হামলার স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং তদন্ত শুরু হয়েছে।
অভয়নগর থানার ওসি কে এম রবিউল ইসলাম জানান, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। আর স্থানীয় ব্যবসায়ী মহল আশা প্রকাশ করেছেন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করলে নওয়াপাড়ার ব্যবসা পট্টি আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারবে।