খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৫ অগ্রাহায়ণ ১৪৩২

দৈনিক ভোরের চেতনা বাগেরহাট প্রতিনিধিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৯:৩০ পি.এম | ০৩ অক্টোবর ২০২৫


বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা হায়াত উদ্দিন (৪২) নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলা হয়। গুরুতর অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেন।

হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার, বাগেরহাট হিসেবে কাজ করতেন। এছাড়া স¤প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. মাহমুদ-উল-হাসান বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চায়ের দোকানে বসে ছিলেন হায়াত উদ্দিন। হঠাৎ চার পাঁচজন যুবক দুটি মোটরসাইকেলযোগে এসে হায়াতকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। কী কারণে হায়াতকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে বলতে হবে।’