খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

২৫নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সভায় তুহিন

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি একই সুরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ০৪ অক্টোবর ২০২৫


মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও চব্বিশের পরাজিত শক্তি আজ একই সুরে দেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। শুক্রবার সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার ২৫ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তুহিন বলেন, দেশের মানুষ জানে কারা স্বাধীনতার চেতনাবিরোধী এবং কারা গণতন্ত্র হত্যার দায়ে কলঙ্কিত। এই পরাজিত শক্তিগুলো আজ আবারও জাতিকে অন্ধকারে ঠেলে দিতে চক্রান্ত করছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে। কোনো ষড়যন্ত্রই এই জনতার আন্দোলন ও ভোটাধিকারকে দমন করতে পারবে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে, তাই যেকোনো পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশ রক্ষার লড়াই চালিয়ে যাব। 
সবাইকে সতর্ক থাকতে, বিভাজনের রাজনীতি এড়িয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে বিএনপি’র নেতা তুহিন আরো বলেন, যারা জান্নাতের টিকিট বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারণা করছে, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ধর্ম মানুষের অন্তরের বিষয়, এটা কাউকে ব্যবসা করার সুযোগ দেয় না। অথচ আজকাল কিছু অসাধু ব্যক্তি ধর্মের নামে প্রতারণা করে জনগণকে বিভ্রান্ত করছে। বিএনপি সবসময় ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু ধর্মকে ব্যবসা বা বিভাজনের হাতিয়ার বানানোর বিরুদ্ধে।
২৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, সাঈদ হাসান লাভলু, একরামুল কবির মিল্টন, নাসরিন হক শ্রাবণী, মাসুদ আলম শামিম, মিজানুর রশিদ মিজান, মঈদুল হক টুকু, আফজাল হোসেন, বদিউজ্জামান বদু, শাহিন কাদির, আলম হাওলাদার, মামুনুর রশিদ, কাজী সাইফুল ইসলাম সোহেল, আকবর হোসেন খোকন, রাকিবুল হাসান, মনির হোসেন, শহিদুল ইসলাম, হেলাল ফরাজী, শেখ সোহেল আহমেদ, শরিফুল ইসলাম বাবু, শেখ জসীম, নুরুল হুদা পলাশ, সাইফুল ইসলাম, জুয়েল, কাজী মঞ্জুর রহমান, ওয়াসিম, কাজী মাহাবুব, ইসারুল গাজী, রেশমি আক্তার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুনু।
এর আগে শুক্রবার জুম্মার নামাজের পূর্বে নগরীর ২০নং ওয়ার্ডের শেখপাড়া আস্তানা জামে মসজিদ প্রাঙ্গণে মুসলি­দের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন। এ সময় মসজিদের মুসলি­ ও স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তুহিন বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। এদেশে ধর্ম নিয়ে রাজনীতি এবং রাজনৈতিক ব্যবসা আর চলবে না। যারা ধর্মের নামে রাজনীতি করতে চায়, তাদের ভোটের মাধ্যমেই প্রতিহত করতে হবে। বিএনপি’র ইতিহাস হলো সংস্কারের ইতিহাস। যুগোপযোগী সিদ্ধান্ত ও রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে দলটি সবসময় মানুষের প্রত্যাশাকে ধারণ করেছে। একটি দল বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা অর্জনের চেষ্টা করছে, যদিও তাদের এই প্রচেষ্টা বাস্তবসম্মত নয়। তিনি আরও বলেন, ধর্ম নিয়ে কোনো ব্যবসাই এই দেশে আর চলবে না। জনগণ এখন সচেতন, তারা কোনো ‘চেতনা ব্যবসায়ী’ বা ‘ধর্ম ব্যবসায়ী’কে প্রশ্রয় দেবে না। জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষকে প্রতারণা করার চেষ্টাও ব্যর্থ হবে।
তিনি বলেন, এদেশের মানুষ জানে, ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে, তারা দেশ ও জাতির কল্যাণ চায় না। বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী এবং সবসময় ঐক্য, শান্তি ও স¤প্রীতির রাজনীতিতেই আস্থা রাখে। আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। এ নির্বাচন হবে মানুষকে বাঁচানোর, দেশের ভবিষ্যৎ রক্ষার নির্বাচন। সুতরাং জনগণ কোনো বিভাজন নয়, বরং ঐক্যবদ্ধ শক্তি হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠা করবে।