খুলনা | সোমবার | ০৬ অক্টোবর ২০২৫ | ২১ আশ্বিন ১৪৩২

শ্রী শ্রী লক্ষ্মীপূজা আজ

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৭ এ.এম | ০৬ অক্টোবর ২০২৫


শ্রীশ্রী লক্ষ্মীপূজা আজ সোমবার। দুর্গাপূজার বিজয় দশমীর পর পূর্ণিমা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী লক্ষ্মীদেবী জগতের শ্রী বৃদ্ধি করেন। তিনি নারায়ণের সহধর্মিনী। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন শ্রীশ্রী লক্ষ্মীদেবী সন্তুষ্ট থাকলে ধন সম্পদের অভাব হয় না। আজ বেলা ১১টায় পূর্ণিমা শুরু হবার সঙ্গে সঙ্গে শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে পূজা শুরু হবে এবং আগামীকাল মঙ্গলবার পূর্ণিমা থাকা পর্যন্ত পূজা চলবে। পূজা শেষে ভক্তবৃন্দ অঞ্জলি প্রদান করবেন ও প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ সামগ্রীর মধ্যে রয়েছে লুচি, নারকেলের নাড়ু, বিভিন্ন প্রকার ফল ইত্যাদি। গৃহস্থদের বাড়িতে বাড়িতে এ অনুষ্ঠিত হচ্ছে। গ্রামাঞ্চলের প্রায় প্রত্যেক বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হয়। ছোট ছোট ছেলে মেয়েরা দল বেঁধে প্রত্যেক বাড়িতে বাড়িতে যেয়ে প্রসাদ গ্রহণ করেন। 
গতকাল নগরীর বড় বাজার ঠাকুর বাড়ির গলিতে ছিল প্রতিমা বিক্রয়ের ভীড়। বিভিন্ন এলাকা থেকে ভাস্কররা প্রতিমা এনে এখানে সাজিয়ে রাখেন। ভক্তৃবৃন্দ তাদের পছন্দমত প্রতিমা এখান থেকে কিনে নেন। তবে এবার প্রতিমার দাম অন্যান্য বারের চেয়ে একটু বেশি। সেনহাটী থেকে আগত প্রতিমা শিল্পী সুকুমার পাল এ প্রতিবেদককে বলেন, প্রতিমা তৈরির নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় এবার দাম একটু বেশি। তার দোকানে ৩০০ টাকা থেকে ২ হাজার টাকা দামে প্রতিমা বিক্রি হয়েছে। 
এছাড়ার নগরীর হেলাতলা মোড়ে বসেছিল বিভিন্ন প্রকার ফল ও ফুলের দোকান। এখানে ভক্তবৃন্দ পূজার জন্য ফল-ফুল ক্রয় করেন। এছাড়ার নগরীর দোলখোলা শীতলা ঠাকুরানী মন্দিরের আশে পাশে বসেছিল পূজার বিভিন্ন সামগ্রীর দোকান। ভক্তবৃন্দ এখান থেকে চিড়া, খই, মুড়ি, আখসহ বিভিন্ন প্রকার ফল ক্রয় করতে দেখা। সোনাতন ধর্মাবলম্বীদের বার মাসের তের পূজার মধ্যে শ্রীশ্রী ল²ীপূজা অন্যতম।