খুলনা | সোমবার | ০৬ অক্টোবর ২০২৫ | ২১ আশ্বিন ১৪৩২

সংবাদ সম্মেলনে

বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবি

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৮ এ.এম | ০৬ অক্টোবর ২০২৫


বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৭ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যান ঢাকায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের সমাবেশের আয়োজন করা হয়েছে। বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ এখন সময়ের দাবি। গতকাল রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এ দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলার সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশের বেসরকারি শিক্ষক কর্মচারীদের কোন বেতন স্কেল ছিল না। সর্বপ্রথম শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালে জাতীয় স্কেলে অর্ন্তভুক্ত করে ৫০% বেতন দিয়ে শিক্ষকদের সম্মানিত করেন। পরবর্তীতে এরশাদ সরকার ২০%, খালেদা জিয়া সরকার ১০%, শেখ হাসিনার সরকার ১০% এবং সর্বশেষ ২০০৬ সালের খালেদা জিয়ার সরকার ১০% বেতন দিয়ে শিক্ষকদের বেতন ১০০% উন্নীত করেন। এছাড়া তিনি ২৫% উৎসব ভাতা, অবসর ভাতা ও কল্যাণ তহবিল গঠন করে প্রদানের ব্যবস্থা করেন। এরপর ২০০৮ সালে খালেদা জিয়া চীন মৈত্রী সম্মেলন কক্ষে শিক্ষক সমাবেশে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকুরি জাতীয়করণ করা হবে বলে ঘোষণা দেন। পরবর্তীতে দীর্ঘ ১৭ বছর বিগত আওয়ামী সরকার বেসরকারি শিক্ষকদের কোন সুবিধাতো দেয়নি বরং শিক্ষকদের চাকুরিচ্যুতি, বরখাস্তসহ নানাবিধ হয়রানি করে। বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেশির ভাগ দাবি দাওয়া শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আদায় হয়েছে। আমরা জাতীয়করণের দাবিতে ২০০২ সাল থেকে আন্দোলন করে আসছি। জাতীয়করণ এখন সময়ের দাবি। এছাড়াও চাকুরির বয়স ৬৫ বছর, অবসর প্রাপ্ত শিক্ষকদের অবসরকালীন সুবিধা অতিসত্বর প্রদান, ম্যানেজিং কমিটির সা¤প্রতিক পরিপত্র বাতিল করতে হবে। সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা এস এম বায়েজিদ হোসাইন, অধ্যাপক শফিকুল আলম মুন্সী, অধ্যাপক শফিকুল আলম, মোঃ দাউদ অর রশিদ শাওন, প্রভাষক মোঃ মফিজুল ইসলাম, মোঃ মঈন উদ্দীন, শামিমুর রহমান, তাইফুজ্জামান, মল্লিক নুরুল ইসলাম, টিপু সুলতান, মোঃ রফিকুল ইসলাম, আফরোজা শারমিন, মাহবুবুর রহমান, আব্দুল ওহাব মোল্লা ও মোঃ নজরুল ইসলাম প্রমুখ।