খুলনা | সোমবার | ০৬ অক্টোবর ২০২৫ | ২১ আশ্বিন ১৪৩২

ফুলতলায় সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

ফুলতলা প্রতিনিধি |
০১:৫৯ এ.এম | ০৬ অক্টোবর ২০২৫


মোবাইলে সেলফি তুলতে গিয়ে সিগন্যাল পোস্টে ধাক্কা খেয়ে অজ্ঞাত যুবক (১৯) এর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে রোববার বেলা আড়াইটায় ফুলতলার বেজেরডাঙ্গা রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায়। এ ব্যাপারে জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 
রেলওয়ে সূত্র জানায়, মোংলা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেন বেতনা বেলা আড়াইটার দিকে বেজেরডাঙ্গার রেলস্টেশন অতিক্রমের পর আউটার সিগন্যালের কাছে অজ্ঞাত যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তখনও তার নাক ও মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে জিআরপি থানা পুলিশের এসআই আজাদ বলেন বেনাপোলগামী  কমিউটার ট্রেনের যাত্রী অজ্ঞাত ওই  যুবক দরজার বাইরে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলছিল। এ সময় আউটার সিগন্যাল পোস্টের বাড়ি খেয়ে অথবা পা পিছলে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।