খুলনা | সোমবার | ০৬ অক্টোবর ২০২৫ | ২১ আশ্বিন ১৪৩২

পাইকগাছায় যুব সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

১০ হাজার লোকের সমাগমের আশা নেতা-কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা |
০২:০১ এ.এম | ০৬ অক্টোবর ২০২৫


আগামী ১৩ অক্টোবর যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ উপলক্ষে পাইকগাছায় যুবদলের নেতা-কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। নেতা-কর্মীরা যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘদিন পর এটাই হচ্ছে যুবদলের বড় কোন সমাবেশ। এদিকে যুব সমাবেশ সফল করার লক্ষে চলছে বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ, প্রস্তুতি সভা ও মিছিল চলমান রয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিদিনই চলছে সমাবেশ সফল করার লক্ষে ছোটখাটো বৈঠক ও মিছিল।    
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে খুলনা জেলা যুবদলের পক্ষ থেকে জেলার ৯টি উপজেলায় পর্যায়ক্রমে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এরই ধারবাহিকতায় আগামী ১৩ অক্টোবর পাইকগাছায় যুব সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুবসমাবেশ থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ঘোষণা সাধারন মানুষের নিকট পৌঁছে দেওয়া হবে। যুব সমাবেশে ১০ হাজার লোকের উপস্থিতির লক্ষ্য নিয়ে যুবদলের নেতা-কর্মীরা কাজ করে চলেছেন। 
এদিকে যুব সমাবেশ সফল করার লক্ষে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তৃতা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও পাইকগাছার যুব সমাবেশ সফল করার সাংগঠনিক উপ-কমিটির আহবায়ক মোঃ জাবির আলী, সদস্য সচিব মোঃ তায়েব উদ্দিন দ্বারা, আমিন গাজী নয়ন ও আব্দুল্লাহ আল মামুন রাজু। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম এমদাদুল হক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ। যুবনেতা মোঃ ইমরান সরদার, জি এম রুস্তম ও আনোয়ারুল ইসলাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, এড. ইকরামুল হক, আবু তালেব, মেছের আলী সানা, আজাদ বিশ্বাস, মোহর আলী, বাবু মীর, হুরায়রা বাদশা, ফয়সাল রাশেদ সনি, ইকবাল হোসেন, আজহারুল ইসলাম, হারুণ অর রশিদ, রেজাউল ইসলাম রেজা, রবিউল ইসলাম, আমিনুর ইসলাম বজলু, বি এম আকিজ উদ্দীন, মোল্লা ইউনুস, রাসেল হোসেন রাজা, বেল্লাল মীর, ওবায়াদুল্লাহ সরদার, নাজমুল হোসেন বাপ্পি, রায়হান পারভেজ টিপু, আসাফুজ্জামান তুহিন, রমজান হোসেন রাব্বি, আলমগীর হোসেন, আবু সুফিয়ান, আব্দুর রাজ্জাক, কুদ্দুস, সিরাজুল, সামাদ হোসেন, ইকবাল হাসান, আশরাফুর ইসলাম, হান্নান, মোস্তফা, চয়ন, শফি, সিজার বাবু, আসাদ, রানা, ইমরান, আব্দুল্লাহ, রফিকুল ইসলাম, শহিদ, বাপ্পি, মাসুদ, শাহিন, জিয়া, আজিজুল। যুবসমাবেশ উপলক্ষে উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল জানিয়েছেন, এযাতকালের সর্ববৃহৎ যুব সমাবেশ সফল করা জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশে হাজার হাজার লোকের সমাগম ঘটবে। যুব সমাবেশ থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ঘোষণা সাধারণ মানুষের নিকট পৌঁছে দেওয়া হবে। উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ ইমরান সরদার এ প্রতিনিধিকে জানান, দীর্ঘ ১৭ বছর পর যুবদলের উদ্যোগে এটাই প্রথম বড় কোন সমাবেশ। সমাবেশে প্রায় হাজার দশেক লোক সমাগম করা হবে বলে প্রস্তুতি নেওয়া হয়েছে। 
যুব সমাবেশ সফল করার লক্ষে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে চলছে প্রস্তুতি সভা এবং মিছিল চলমান রয়েছে। সমাবেশে যুবদলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের পাশাপাশি জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 
উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে লোকসমাগম যাতে বেশী হয় সে ব্যাপারে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। 
পৌর বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ জানিয়েছেন, সমাবেশে হাজার হাজার মানুষের আগমন ঘটবে। এ যাবত কালের ভিতরে এটাই হবে বড় কোন সমাবেশ। যুব সমাবেশ সফল করার জন্য তাদেরকে সকল প্রকারের সহযোগিতা করা হবে। এটা হবে নির্বাচনী জনসমাবেশ।