খুলনা | সোমবার | ০৬ অক্টোবর ২০২৫ | ২১ আশ্বিন ১৪৩২

১৯ ও ২১নং ওয়ার্ডে বিএনপি’র সাংগঠনিক সভায় তুহিন

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি একাট্টা হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ০৬ অক্টোবর ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও চব্বিশের পরাজিত শক্তি একাট্টা হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় ১৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে স্থানীয় হাজী ফয়েজ উদ্দিন স্কুল মিলনায়তনে এবং সন্ধ্যা ৭টায় ২১নং ওয়ার্ডের বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম তুহিন বলেন, রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করার অপচেষ্টা চলছে। যারা ইসলামকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চাচ্ছে, তারা আসলে ধর্ম ব্যবসায়ী। এই দেশে চেতনার ব্যবসা কিংবা ধর্মের ব্যবসা আর চলবে না।
১৬নং ওয়ার্ড বিএনপি : রবিবার বিকেল সাড়ে ৪টায় ১৬নং ওয়ার্ড বিএনপি’র মোস্তফা কামালের সভাপতিত্বে সাধাপরণ সম্পাদক শওকত আলী লাবু বিশ্বাসের পরিচালনায় স্থানীয় হাজী ফয়েজ উদ্দিন স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সাপধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর শ্রমিক দলের আহবায়ক মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, মিজানুর রহমান মিলটন, শেখ ফারুক হোসেন, জাকির ইকবাল বাপ্পি, হাসনা হেনা, মোল্লা সোহরাব হোসেন, সৈয়দ শামীম আহসান, শেখ হাফিজুর রহমান, শেখ ইকরাম হোসেন, এস এম মফিজুর রহমান, মোঃ ওয়াহিদুর রহমান অর্ঘ্য, মোঃ হায়দার আলী  প্রমুখ।
২১নং ওয়ার্ড বিএনপি : রোববার সন্ধ্যায় ৭টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আবু সাঈদ শেখের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোল্লা নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সাংগঠনিক সভায় বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবীর, মহানগর শ্রমিক দলের আহবায়ক মজিবর রহমান। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফি, নাসির উদ্দিন, আলতাফ হোসেন, জাহাঙ্গীর আলম, মনির হোসেন খান, দেলোয়ার আকন, জলিল বেপারী, জালাল হাওলাদার, বাবুল জমাদ্দার, হেলাল উদ্দিন, ফারুক হোসেন, শহিদুল ইসলাম, হাসান আলী বাবু, রুবেল জমাদ্দার, মিজান সিকদার, রিপন শিকদার, জাহিদুল ইসলাম ও আসাদুর রহমান মিঠু প্রমুখ।