খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৪৫ পি.এম | ০৮ অক্টোবর ২০২৫


এশিয়া কাপে সুপার ফোর থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে সেই হতাশার কাটিয়েছে টাইগাররা। এবার আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে টাইগাররা।

বুধবার (৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ম্যাচের আগে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে সাইফ হাসানের। টি-টোয়েন্টি সিরিজে না খেললেও ওয়ানডেতে ফিরেছেন তাওহীদ হৃদয়। ৩ পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম সাকিবকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ ও তানভির ইসলাম।

বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ।

আফগানিস্তানের একাদশ
রহমানুউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সাদিকুল্লাহ আতেল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতি, আল্লাহ গাজনফার ও বশির আহমেদ।