খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

কলকাতার সিনেমা থেকে বাদ পড়লেন তানজিন তিশা

খবর বিনোদন |
০৬:০৮ পি.এম | ০৮ অক্টোবর ২০২৫


পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি মেলা ভার অভিনেত্রী তানজিন তিশার। কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও ওয়েব সিনেমায়। ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন তিশা। তবে অভিনেত্রীর ভক্তদের জন্য মন খারাপের খবরও রয়েছে। টলিউড সিনেমা ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি।

এই সিনেমায় তার বিপরীতে ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা শরমন যোশির অভিনয়ের কথা ছিল। এর আগে ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে সরে দাঁড়ান অভিনেতা খায়রুল বাসার। পরে অভিনেতা স্থান নেওয়া হয় ভারতীয় ছোটপর্দার অভিনেতা গৌরব রায়কে।

এ ছবিতে তিশাকে হিয়া চরিত্রে অভিনয়ের কথা ছিল। তিশা বাদ পড়ায় এই চরিত্রে দেখা যাবে টলিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। সৃজিত মূখার্জীর ‘বান্ধবী’ হিসেবে ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিচিত পেয়েছেন সুস্মিতা।

‘ভালোবাসার মরশুম’ ছবিতে সুস্মিতার বিপরীতে আবির চরিত্রে দেখা যাবে বলিউড শরমন জোশীকে। দুজনে স্বামী-স্ত্রী হয়ে ধরা দেবেন পর্দায়। হিয়া-আবিরের টানাপোড়েনের গল্প বলবেন পরিচালক এম এন রাজ।  

এদিকে গত ৫ অক্টোবর তিশার ‘সোলজার’-এর শুটিং শুরু হয়েছে। রাজধানীরা বিভিন্ন লোকেশনে শুটিং হচ্ছে সিনেমার। চলতি বছরের শেষ দিকে মুক্তির লক্ষ্যে কাজ করছেন ছবির পরিচালক। গতকাল বুধবার ‘সোলজার’ ছবির ফার্স্ট ট্রেলার মুক্তি পেয়েছে।