খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

অসুস্থ বিএনপি নেতা নান্নুর শয্যাপাশে নগর সভাপতি এড. মনা

খবর বিজ্ঞপ্তি |
১২:০৩ এ.এম | ০৯ অক্টোবর ২০২৫


নগরীর ২১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি নাজির উদ্দিন নান্নু দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দলের এই ত্যাগী ও পরিশ্রমী নেতার অসুস্থতার খবর পেয়ে বুধবার বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে যান মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহŸায়ক বদরুল আনাম খান, খানজাহান আলী থানা বিএনপি’র সদস্য শেখ রফিকুল ইসলাম, ১৯নং ওয়ার্ড বিএনপি সদস্য কাজী ওয়াইজ উদ্দিন সান্টু।
শফিকুল আলম মনা নাজির উদ্দিন নান্নুর দ্রুত আরোগ্য কামনা করে বলেন, আমাদের প্রিয় নেতা নাজির উদ্দিন নান্নুকে মহান আল­াহ দ্রুত সুস্থতা দান করুন। তাঁর পরিবারকে ধৈর্য ও শক্তি দিন। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।