খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

কালিগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:০৭ এ.এম | ০৯ অক্টোবর ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে মোছাঃ জহুরা খাতুন (২৩) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের জগদীশকাটি গ্রামে। এক সন্তানের জননী মোছাঃ জহুরা খাতুন জগদীশকাটী গ্রামের বাচ্চু গাজীর স্ত্রী। 
থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলায় শ^শুর আকরাম মলি­ক জানান, গত ৭ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমার ছেলে বাচ্চু গাজীর (২৫) সাথে বৌমা মোছাঃ জহুরা খাতুনের তুচ্ছ বিষয় নিয়ে মনোমালিন্য হয়। বুধবার সকাল পৌনে ৮টার দিকে আমাকে ও আমার পৌত্রকে সকালের খাবার খেতে দিয়ে বৌমা তার শয়নকক্ষে চলে যায়। সকাল সোয়া ৮টার দিকে পৌত্রকে নিয়ে বৌমার শয়নকক্ষে যেয়ে তাকে বমি করতে দেখি এবং বিষপান করেছে বলে জানতে পারি।  স্থানীয় গ্রামডাক্তার এসে বৌমার অবস্থা আশঙ্কাজনক বলায় তার পরামর্শে মাইক্রোবাসযোগে সাতক্ষীরা নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। 
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা জানান, খবর পেয়ে লাশ থানায় এনে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।