খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

বাগেরহাটে পাঁচ দফা দাবিতে জামায়াতের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৫৭ পি.এম | ০৯ অক্টোবর ২০২৫


বাগেরহাটে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাতে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আয়োজনে সভায় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা নায়েবে আমির এড. শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, শেখ মনজুরুল হক রাহাদ, অধ্যাপক ইকবাল হোসেন, এড. মোস্তাইন বিল­াহ প্রমুখ।
বক্তারা বলেন, সরকার জুলাই জাতীয় সনদ প্রস্তুত করলেও এখনো তা কার্যকর করছেনা, সরকারকে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করে উক্ত সনদের ভিত্তিতে আগামী ফেব্র“য়ারিতে নির্বাচন সম্পন্ন করতে হবে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। 
বক্তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সকল রকম জুলুম-নির্যাতন, গুম-খুনের বিচারসহ জুলাই গণহত্যাকারীদের বিচার না করে এদেশে কোন নির্বাচন নয়, পুরাতন রাষ্ট্রব্যবস্থা সংস্কার না করে নির্বাচন হলে নতুন ফ্যাসিস্ট সৃষ্টি হতে পারে এবং তাতে জুলাই শহিদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, জনগণ লুটপাটের কোন নির্বাচন চায় না। তিনি আরো বলেন, দেশকে সত্যিকারের ফ্যাসিবাদ মুক্ত করতে হলে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”