খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওয়ার্কসপ

নড়াইল প্রতিনিধি |
১১:৫৭ পি.এম | ০৯ অক্টোবর ২০২৫


টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে কনসালটেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস নড়াইলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সারমিন আক্তার জাহান। এসময় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সম্মানিত অতিথি গণসংযোগ অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক (অর্থ ও লজিস্টিক) মিজ নাসিমা খাতুন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ,  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এড. এস এম আব্দুল হক উপস্থিত ছিলেন। এছাড়া জেলা তথ্য অফিসার মোঃ রোস্তম আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাভলু, নড়াইল আইনজীবী সমিতির সভাপতি এড. তারিকুজ্জামান লিটুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারা দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। কোন গুজব বা বিভ্রান্তিকর তথ্য যাতে কেউ ছড়াতে না পারে সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।  ক্যাম্পেইন-এর মাধ্যমে নড়াইল জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ২ লাখ ১৩ হাজার ৭শ’ ১৫ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এদের মধ্যে ১ লাখ ৪২ হাজার শিক্ষার্থী স্কুল পর্যায়ের।
এর আগে সকাল ১০টায় সিভিল সার্জন অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন বাপ্পি, ইপিআই অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।