খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

ভারতের ৮ নাগরিক এবং ৯টি কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

খবর প্রতিবেদন |
০৯:৪১ পি.এম | ১০ অক্টোবর ২০২৫


ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে ভারতের আট নাগরিক এবং নয়টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যালের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘোষিত সর্বশেষ মার্কিন পররাষ্ট্র দফতরের ঘোষণায় বলা হয়েছে, ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যালের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের আট নাগরিক এবং নয়টি কোম্পানিসহ প্রায় ৪০ জন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

একইসঙ্গে মার্কিন ট্রেজারি বিভাগের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)’ ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালোতালিকাভুক্ত করেছে। চীন ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের প্রতিষ্ঠানও রয়েছে এ তালিকায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮টি ভারতীয় রাসায়নিক এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্য প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে মুম্বাই-ভিত্তিক সংস্থা সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোডি কেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম এবং শিব টেক্সচেম এবং দিল্লি-ভিত্তিক বিকে সেলস কর্পোরেশন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মতে, এই সংস্থাগুলো গত কয়েক বছর ধরে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি-উত্পাদিত পেট্রোকেমিক্যাল আমদানি করেছে। তালিকায় থাকা পাঁচ ভারতীয় নাগরিকরা হলেন- কেমোভিকের পরিচালক পীযূষ মাগনলাল জাভিয়া, ইন্ডিসল মার্কেটিং পরিচালক নীতি উন্মেশ ভট্ট এবং হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুণাল কাসাত এবং পুনম কাসাত।

এছাড়া ওএফএসির তালিকায় আরও তিন ভারতীয়- বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন।

ওএফএসি বিবৃতিতে বলেছে, ‘আজকের পদক্ষেপের ফলে, ওপরে বর্ণিত মনোনীত বা অবরুদ্ধ ব্যক্তিদের সমস্ত সম্পত্তি এবং স্বার্থ যা যুক্তরাষ্ট্রে রয়েছে বা মার্কিন ব্যক্তিদের দখলে বা নিয়ন্ত্রণে রয়েছে তা অবরুদ্ধ করা হবে। 
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস