খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ১ কার্তিক ১৪৩২

রায়েরমহলে মনিরুল স্মৃতি মিনিবার প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১১:২০ পি.এম | ১০ অক্টোবর ২০২৫


শেখ মনিরুল ইসলাম স্মৃতি ৩২ দলীয় প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন গতকাল শুক্রবার রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম দিনের খেলায় জাহিদ স্মৃতি সংসদ ৩-০ গোলে স্মৃতি কমিউনিকেশনকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পান বিজয়ী দলের লিটু। 
রায়েরমহল ইউনাইটেড ক্লাবের আহবায়ক ওজিয়ার রহমান মানিক ও এড. মিলন মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ক্রীড়াবিদ, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও শিশু হাসপাতালের আহবায়ক কমিটির সদস্য, বিএল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি এড. শেখ জাকিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব খান আব্দুল মান্নান, শিক্ষাবিদ শেখ আক্তারুজ্জামান মুরাদ, ঈদগাহ কমিটির সেক্রেটারি শেখ মনিরুল ইসলাম, টুর্নামেন্টের প্রধান আয়োজক শেখ জাফিরুল ইসলাম, সাংবাদিক শৈখ শামসুদ্দীন দোহা, ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা শেখ জামিরুল ইসলাম, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরু, প্রধান শিক্ষক মোল­া তাজউদ্দীন আহমদ, ক্রীড়াশিক্ষক অসিত বরণ বিশ্বাস, মোল­া ফারুক আহমেদ, মোল­া ফিরোজ মাহমুদ, আহসান হাবিব বাপ্পি, আমিনুল ইসলাম রুপম, কবিরুল ইসলাম প্রমুখ।