খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালন

নড়াইল প্রতিনিধি |
১২:১১ এ.এম | ১১ অক্টোবর ২০২৫


চিত্রশিল্পের কিংবদন্তী মহান সাধক পুরুষ এস এম সুলতান। শুক্রবার  বিভিন্ন আয়োজনে এই বিশ্ববরেণ্য চিত্রশিল্পীর ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
নড়াইল জেলা প্রশাসন ও শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শিল্পীর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে সকালে শিল্পীর বাসভবনে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিল্পীর সমাধিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, এস এম সুলতান ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, চিত্রা থিয়েটার, মুর্ছনা সংগীত নিকেতনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং শিল্পীর আত্মার শান্তি কামনায় বিশেষ মোজানাত করা হয়।
অন্যান্য কর্মসূচির মধ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু শিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শন, আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, জেলা পরিষদ নড়াইলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব এড. ইকবাল হোসেন শিকদার, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাভলু, সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
উলে­খ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীনতা ও একুশে পদকসহ বিভিন্ন সম্মাননায় ভুষিত হয়েছেন।