খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৩ এ.এম | ১১ অক্টোবর ২০২৫


সাতক্ষীরায় বাসায় পানির লাইনের মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম গাজী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে শহরতলরি বকচরা গ্রামের এঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম গাজী শহরতলরি বকচরা গ্রামের মোকছেদ আলী গাজীর ছেলে। 
পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার জুম্মার নামাজের পর মনিরুল ইসলাম গাজী বকচরা গ্রামে নিজের বাড়িতে পানির লাইনের মটর মেরামত করছিলেন। এসময় হঠাৎ অসাবধানতাবশত মটরের বিদ্যুৎ সংযোগ দেওয়া  বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক আক্তার মারুফ জানান হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে। সাতক্ষীরার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।