খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ১ কার্তিক ১৪৩২

গ্রীষ্মকালীন খেলাধুলার হ্যান্ডবল বিভাগে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩১ এ.এম | ১২ অক্টোবর ২০২৫


জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলার হ্যান্ডবল বিভাগে জেলা পর্যায়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে ৭-৩ গোলে পরাজিত করে তারা এ গৌরব অর্জন করে। এর আগে সেমিফাইনালে তারা কোলা পাটগাতি মাধ্যমিক বিদ্যালয়কে ১৫-৫ গোলে পরাজিত করে। উক্ত প্রতিযোগিতায় বিদ্যালয়টি ২০১১ সাল থেকে এ পর্যন্ত ১৩ বার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এর আগে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন মাউশি’র খুলনা অঞ্চলের পরিচালক ডঃ আনিস আর রেজা। উপস্থিত ছিলেন মাউশি’র উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ছায়েদুর রহমান।