খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৭ আশ্বিন ১৪৩২

নির্বাচনকালীন প্রশিক্ষণের অংশ হিসাবে

এপিবিএন’র দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০১:৫৬ এ.এম | ১২ অক্টোবর ২০২৫


‘‘থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে’’ এই শ্লোগানকে সামনে রেখে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে সকল প্রকার প্রভাবমুক্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বাংলাদেশ পুলিশের দেড় লাখ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনার শিরোমণিস্থ ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ৪র্থ পর্যায়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের ৪র্থ ধাপের প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এম এম সালাহউদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী পুলিশ কর্তকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনে সকল প্রকার প্রভাবমুক্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করাই হবে পুলিশের প্রধান কাজ। এ লক্ষে নির্বাচনের দায়িত্ব পালনের সাথে জড়িত সকল পুলিশকে তাদের দায়িত্ব ও কর্তব্য এবং  বডি-ওর্ন ক্যামেরার ব্যাবহারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন খুলনা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ- অধিনায়ক পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ (পিপিএম), এডিশনাল এসপি মোঃ মাহবুবুর রহমানসহ অত্র ব্যাটালিয়নের সকল অফিসারবৃন্দ।   
সুত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের দেড় লাখ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সারাদেশে একযোগে ১৩০টি ভেন্যুতে প্রশিক্ষণ শুরু হয়েছে। খুলনার শিরোমণিস্থ ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ৪র্থ পর্যায়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ এর ৪র্থ ধাপ ১১ অক্টোবর উদ্বোধন হয়ে চলবে আগামী ১৩/১০/২০২৫ পর্যন্ত। ৪র্থ ধাপের এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের বিভিন্ন র‌্যাঙ্কের ৩০ জন এবং আরআরএফ খুলনার ২০ জন পুলিশ প্রশিক্ষণার্থী। পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণে সর্বমোট ২৮টি ব্যাচে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৭৪২ জন প্রশিক্ষণার্থী এবং আরআরএফ খুলনার ৫২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন র‌্যাঙ্কের দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণার্থীদের সুষ্ঠুভাবে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। এছাড়াও নির্বাচনকে আরও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য প্রশিক্ষনার্থীদের বডি-ওর্ন ক্যামেরার তাত্তি¡ক ও ব্যবহারিক অনুশীলন এবং অস্ত্রের ব্যবহারিক অনুশীলনের প্রশিক্ষণ প্রদান করা হবে। মাননীয় অধিনায়ক মহোদয় প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং সফলভাবে প্রশিক্ষণ শেষ করে যাতে প্রশিক্ষণার্থীরা তা মাঠ পর্যায়ে সুষ্ঠু প্রয়োগ করতে পারেন সে বিষয়ে গুরুত্বারোপ করেন।