খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৭ আশ্বিন ১৪৩২

নিউমার্কেট এলাকায় লিফলেট বিতরণকালে তুহিন

জিয়া পরিবারের হাতেই বাংলাদেশ নিরাপদ

খবর বিজ্ঞপ্তি |
০২:০০ এ.এম | ১২ অক্টোবর ২০২৫


মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, ইসলাম শিখিয়েছে-নিজ ধর্ম পালন করো, অন্যের ধর্মের স্বাধীনতাকেও সম্মান দাও। কিন্তু আজ একটি দল ইসলামকে ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রির নামে ভন্ডামি করছে, এরা মুনাফিক ছাড়া কিছুই নয়।
শনিবার বিকেলে নগরীর নিউমার্কেট এলাকায় ৩১ দফার প্রচারপত্র বিলিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোট দিলে জান্নাত পাওয়া যাবে-এ ধরনের বক্তব্য শিরক। নামাজ, রোজা ও ইবাদতের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। জনগণকে বিভ্রান্তি থেকে দূরে রাখতে বিএনপি’র নেতা-কর্মীদের শক্ত ভূমিকা রাখতে হবে।
শফিকুল আলম তুহিন আরো বলেন, দেশের সকল সংকটে নেতৃত্ব দিয়েছে জিয়া পরিবার। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছি। ৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা জিয়াউর রহমানকে জেলখানা থেকে উদ্ধার করে নিয়ে এলে তিনি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলেন। ৯০ সালে স্বৈরাচার এরশাদের হাত থেকেও জাতিকে মুক্তি দিয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০২৪ সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে বাঁচতে ছাত্র-জনতা যে আন্দোলন করেছেন দূর থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ও পরামর্শ দিয়ে জাতিকে মুক্ত করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। একমাত্র জিয়া পরিবারের কাছেই এদেশ নিরাপদ। লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রমটি খুলনা বাইতুন নূর মসজিদ মার্কেট থেকে শুরু হয়ে নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ করে সেইফ এন সেভ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কে এম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, নাসির উদ্দিন, ইশতিয়াক উদ্দিন লাভলু, একরামুল কবির মিল্টন, শেখ ফারুক হোসেন, সাঈদ হাসান লাভলু, শফিকুল ইসলাম শাহিন, মশিউর রহমান নান্নু, কাজী নজরুল ইসলাম, আবু সাঈদ শেখ, মাহমুদ আলম বাবু মোড়ল, মোস্তফা কামাল, শেখ আজিজুর রহমান, মোঃ হাবিবুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, আবুল ওয়ারা, কাজী মিজানুর রহমান, জহিরুল ইসলাম খান জুয়েল, মনজুরুল আলম, ওয়াহিদুজ্জামান হাওলাদার, শওকত আলী লাবু বিশ্বাস, বায়জিদ হোসেন, মোল্লা নুরুল ইসলাম, সওগাতুল আলম সগীর, আরিফুল ইসলাম বিপ্লব, মোঃ সাইফুল ইসলাম, জামাল তালুকদার, আহসান মৃধা খোকন, মইনুল ইসলাম কিরণ, আহসান হাবিব বাবু, মিজানুর রশিদ মিজান, জিয়াউর রহমান খান আপন, বক্কার মীর, কাদের মল্লিক, ডাঃ শাহিন আহসান, রবিউল ইসলাম, আব্বাস আলম, শেখ মনিরুল ইসলাম, ইয়াসিন মোল্লা, আফজাল হোসেন, আবু সায়েম, ফরহাদ হোসেন, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, এড. মিজানুর রহমান বাবু, মোমশেদুল ইসলাম সজীব, রুবেল জমাদ্দার, বি আর রুবেল, ইয়াকুব মোল্লা, সৈয়দ নাদিম আশফাক, শাহিন খান, হেলাল ফারাজি, মামুনুর রশিদ, মোঃ সাঈদ, মোঃ দেলোয়ার হোসেন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাসনা হেনা, মনিরুজ্জামান মনি, কামরুন্নাহার হেনা, মুন্নি জামান, আতিয়ার রহমান, মোঃ আতিক, ফিরোজ আহমেদ, রমজান আলী প্রমুখ।
২৭নং ওয়ার্ডে সাংগঠনিক সভা : শনিবার সন্ধ্যায় নগরীর ২৭নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
২৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাসুদুল হক হারুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেশকাত আলীর পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশতিয়াক উদ্দিন লাভলু, মোঃ নাসির উদ্দিন এবং এড. হালিমা খানম। সভায় উপস্থিত ছিলেন মনজুরুল আলম, জমির হোসেন দিপু, মইনুল ইসলাম কিরণ, এস. আনামুল হক আনাম, জিয়াউর রহমান খান আপন, ফয়েজ আহমেদ, ঢালী মোহাম্মদ সালাউদ্দিন, শামসুর রহমান শামসু, কাজী আশরাফুল হক লাভলু, শাহাদাত হোসাইন, আবুল কালাম আজাদ, হাসিবুর রহমান চৌধুরী, রায়হান হাবিব লেলিন, মনিরুজ্জামান মনি, সাইয়েদিন সৈকত, মাহফুজুর রহমান রাজন, শাহিন হাওলাদার, মিজানুর রহমান লিটন, আলমগীর হোসেন রিপন, শামসুজ্জামান হীরা, সৈয়দ আরিফুল ইসলাম সুমন, ইরিনা আক্তার, হাজেরা খানম, সোমা আক্তার, রিনা বেগম, ভানু বেগম, নাসিমা আক্তার, পারুল বেগম ও শাহিনা বেগম প্রমুখ।
প্রচার মিছিল : নগরীর ২৭নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সভা শেষে ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এ সময় ওয়ার্ড ও থানা বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জানাজা নামাজে অংশগ্রহণ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহম্মদ ইয়াহইয়া আখতারের বোন, ২৫নং ওয়ার্ড সিদ্দিকীয়া মহল্লা নিবাসী নাহার বেগমের নামাজে জানাজা শনিবার দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় অংশগ্রহণ করেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। জানাজা শেষে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।