খুলনা | সোমবার | ১৩ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

জেলা প্রশাসকদের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে জাগপা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৮ এ.এম | ১৩ অক্টোবর ২০২৫


জেলা প্রশাসকদের মাধ্যমে ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের স্বাক্ষরিত স্মারকলিপি জেলা জাগপা নেতৃবৃন্দ সদলবলে নিজ নিজ জেলা প্রশাসকের হাতে তুলে দেন। 
স্মারকলিপিতে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা তখন থেকেই আকাশচুম্বী। বাংলাদেশের মানুষ সংস্কার, বিচার ও গণতন্ত্র চায়। একই সাথে ভবিষ্যতে স্বৈরতন্ত্র, ফ্যাসিজম, দুঃশাসন, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি চায়।” 
স্মারকলিপিতে আরও উলে খ করা হয়, “দেশের ইতিহাসে প্রথমবারের মত আমরা সুযোগ পেয়েছি জনগণের আস্থা ফিরিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি করার। আমরা বিশ্বাস করি জাগপা উত্থাপিত ৭ দফা দাবি পূরণ করে আগামী ফেব্র“য়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করা হলে, বাংলাদেশ এক অনন্য উচ্চতায় আসীন হবে। তাই আমরা দেশের জনগণের পক্ষ থেকে ৭টি দাবি নি¤েœ উলে¬খ করছি এবং দাবিগুলো বাস্তবায়নের জন্য আপনার নিকট জোর দাবি জানাচ্ছি।”
জেলা প্রশাসকদের হাতে স্মারকলিপি প্রদান করেন, ঠাকুরগাঁওয়ে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, মাদারীপুরে প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, নরসিংদীতে প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোঃ শফিকুল ইসলাম, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এএম এম আনাছ, যশোরে প্রেসিডিয়াম সদস্য মোঃ নিজামউদ্দিন অমিত, নারায়ণগঞ্জে প্রেসিডিয়াম সদস্য হাজী মোঃ হাসমত উল াহ, বগুড়ায় প্রেসিডিয়াম সদস্য মোঃ শামীম আখতার পাইলট, দিনাজপুরে সহ-সভাপতি মাহবুব আলম ননী, নীলফামারীতে সহ-সভাপতি জাকিউল আলম সাকি, কুষ্টিয়াতে যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম মিয়া রঞ্জু, সিলেটে সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আহমেদ লিটন, গাইবান্ধায় সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ঢাকায় প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ফেনীতে যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাতক্ষীরায় জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, মানিকগঞ্জে যুব জাগপা সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, পঞ্চগড়ে জেলা সাংঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারি, বরিশালে জেলা সমন্বয়ক আব্দুল জলিল খাঁ, ল²ীপুরে জেলা সমন্বয়ক ইসলাম হোসেন, রংপুরে জেলা সমন্বয়ক মাছুম বিল্লাহ, জামালপুরে জেলা সমন্বয়ক আশফাকুর রহমান মিঠুন, হবিগঞ্জে জেলা সমন্বয়ক মোহাম্মাদ লুৎফর রহমান, ফরিদপুরে জেলা সমন্বয়ক দীন মোহাম্মদ পিংকু, ঝালকাঠিতে জেলা সমন্বয়ক মতো মনিরুজ্জামান মনির, গাজিপুরে জেলা সমন্বয়ক মোহাম্মদ ডালিম, খুলনায় জেলা সমন্বয়ক মোহাম্মদ আতাউর রহমান, মুন্সিগঞ্জে জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, কুমিল্লায় জেলা সমন্বয়ক ইমজাদুল হক ইভান প্রমুখ।