খুলনা | সোমবার | ১৩ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

খুলনা-২ আসনে হাতপাখা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৭ এ.এম | ১৩ অক্টোবর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-২ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক শেখ মোঃ নাসির উদ্দিন এবং পরিচালনা করেন সমন্বয়কারী মুফতি ইমরান হোসাইন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-২ আসনের হাতপাখা মার্কার প্রার্থী ও নগর সভাপতি মুফতি আমানুল­াহ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরের জয়েন্ট সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, আবু তাহের, আব্দুস সালাম, মোঃ নূরুজ্জামান বাবুল, মোঃ ইমরান হোসেন মিয়া, আব্দুর রশীদ, মোঃ হাবিবুল­াহ মেসবাহ, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ ইমাম গাজী, মেহেদী হাসান সৈকত, মোঃ হুমায়ুন কবীর, মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, মোঃ মঈন উদ্দিন, মোঃ শাকির হোসেন, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ টিপু সুলতান, মাওলানা খালিদ সাইফুল­াহ, মোঃ রিয়াজুল ইসলাম, হাফেজ মোল­া মিরাজুল হক, মারুফ রহমান, মোঃ নাজমুল ইসলাম, মোঃ আমিনুর ইসলাম, মোঃ মাসুম বিল­াহ, মোঃ শফিকুর রহমান ও সাব্বির আহম্মাদ প্রমুখ।