খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় সংঘর্ষ স্থগিত: কাবুল

খবর প্রতিবেদন |
০১:০৮ এ.এম | ১৩ অক্টোবর ২০২৫


আফগানিস্তান ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় সাময়িকভাবে স্থগিত হয়েছে বলে কাবুলভিত্তিক কর্তৃপক্ষ ঘোষণা করেছে। রোববার (১২ অক্টোবর) কাবুলভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজ এ সংবাদটি প্রকাশ করে।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে জানান, কাতার ও সৌদি আরবের অনুরোধে দুই পক্ষের মধ্যে শত্রুতা অবসান ঘটেছে। তবে তিনি সতর্ক করে বলেন, পাকিস্তানের কোনো নতুন আক্রমণের ক্ষেত্রে আফগানিস্তান তার ভূখণ্ড রক্ষায় যথাযথ প্রতিক্রিয়া জানাতে সংরক্ষিত অধিকার রাখে।

মুজাহিদ বলেন, কাতার ও সৌদি আরব উভয়ই যুদ্ধ বন্ধের আহ্বান জানায়; আফগানিস্তানের ইসলামিক আমিরাত সেই আহ্বান মেনে নিয়েছে। তবে আজ সকালে কিছু আক্রমণের খবরও আমরা পেয়েছি-  যদি তা অব্যাহত থাকে, আমরা প্রতিক্রিয়া দেখাবো।

একই সময় বিভিন্ন মুসলিম দেশ কাবুল ও ইসলামাবাদকে সংযম এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকে কূটনীতি ও সংলাপকে অগ্রাধিকার দিতে বলেছে এবং উত্তেজনা হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ইরানও আশেপাশের অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা হ্রাসে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ কারিবুল্লাহ সাদাত মন্তব্য করেন, বর্তমানপরিস্থিতিতে যুদ্ধে অব্যাহত থাকা উভয় দেশের জন্যই ক্ষতিকর। স্থায়ী সমাধান আসবে দুটো দেশের মধ্যে কূটনৈতিক সংলাপ ও দূতাবাস স্তরে পুনর্মিলনের মাধ্যমে।