খুলনা | সোমবার | ১৩ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনকালে ফিরোজ সরকার

প্রতিযোগিতামূলক এই যুগে টিকে থাকতে সুস্থতার কোন বিকল্প নেই

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ১৩ অক্টোবর ২০২৫


খুলনা মহানগরীতে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার রবিবার বেলা ১১টায় খালিশপুর কালেজিয়েট গার্লস স্কুল এবং বেলা সাড়ে ১১টায় দারুল কুরআন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, সরকার একটি সুস্থ-সবল জাতি গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সেই উদ্যোগেরই একটি অংশ। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, প্রতিযোগিতামূলক এই যুগে টিকে থাকতে হলে সুস্থতার কোন বিকল্প নেই। শিশুরাই টাইফয়েড জ¦রে বেশী আক্রান্ত হয়ে থাকে বিধায় নিজেদের সুস্থ-সবল রাখতে নির্ভয়ে পাশর্^ প্রতিক্রিয়াহীন এ টিকা গ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। একই সাথে এ বিষয়ে প্রচার প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরিতে তিনি সাংবাদিক ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ৪ মাস থেকে ১৫ বছরের কম বয়সী একটি শিশুও যেন এ ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশি¬ষ্টদের নির্দেশ দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোঃ শফিউল আলম, ইসলামিক ফাউন্ডেশন খুলনার পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার, পরিবার-পরিকল্পনা-খুলনার উপ-পরিচালক মোঃ আকিব উদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডাঃ নাজমুর রহমান সজিব ও ইউনিসেফ’র ইপিআই স্পেশালিস্ট ডাঃ তাপস হালদার, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম। অন্যান্যের মধ্যে সদর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মমিন, সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, স্টোর সুপার উজ্জ¦ল কুমার সাহা, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীনুর জামান উপস্থিত ছিলেন। 
উলে¬খ্য, টাইফয়েড জ¦র সংক্রমণ প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় নগরীতে মাসব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হবে। টিকাদান ক্যাম্পেইন সফল করতে  মহানগরীকে ৪টি জোনে ভাগ করে ৬২ জন সুপারভাইজারের তত্ত¡াবধানে ২৫২ জন টিকাদার এবং ৩৫০ জন স্বেচ্ছসেবী নিয়োজিত রয়েছে। ১৩৪টি প্রাইমারী ও ১১২টি মাধ্যমিক স্কুলসহ ৩১৯টি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সর্বমোট ১ লাখ ৭২ হাজার ৩৭০ জন ছেলে ও মেয়েকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd  ওয়েব সাইটে নিবন্ধন সম্পন্ন করতে হবে। যাদের জন্মনিবন্ধন সনদ নাই তাদের জন্যও বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।