খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

নগরীতে ৩১ দফার লিফলেট বিতরণকালে এড. মনা

৭১-এর পরাজিত শক্তি আবারো দেশ অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত

খবর বিজ্ঞপ্তি |
০২:১২ এ.এম | ১৩ অক্টোবর ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ওই গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে, যাতে জাতিকে বিভ্রান্ত করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করা যায়। অতীতের মতো এবারও একই গোষ্ঠী ধর্ম, রাজনীতি ও সামাজিক বিভাজনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা নানা প্রকার গুজব ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
গতকাল রবিবার বিকেলে নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে ও ৩১ দফার লিফলেট বিতরণ শেষে ময়লাপোতা মোড়স্থ সন্ধ্যা বাজারের সামনে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা একাত্তরে পরাজিত হয়েছিল, তারাই এখন ভিন্ন মুখোশ পরে গণতন্ত্র ও শান্তির শত্র“তে পরিণত হয়েছে। তাদের উদ্দেশ্য একটাই-বাংলাদেশের উন্নয়নযাত্রা ও আন্তর্জাতিক অগ্রগতি থামিয়ে দেওয়া। দেশপ্রেমিক জনগণকে সতর্ক থাকার আহŸান জানিয়ে তিনি বলেছেন, “স্বাধীনতার চেতনার বাংলাদেশে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। জনগণই হচ্ছে দেশের শক্তি, তাদের ঐক্যই সব ধরনের অপচেষ্টাকে ব্যর্থ করবে। দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কথিত পিআর পদ্ধতির নামে একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক বিশে¬ষক ও নাগরিক সমাজের মতে, এই চক্রটি বিদেশি সহায়তার নামে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। কথিত পিআর পদ্ধতির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য, গুজব ও প্রভাবিত ভিডিও ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। এতে নির্বাচনের পরিবেশ নষ্ট করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করার পাঁয়তারা করা হচ্ছে। এটি মূলত ৭১-এর পরাজিত শক্তির নতুন রূপ-যারা সবসময় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের শত্র“ হিসেবে কাজ করে আসছে। এড. মনা জনগণের প্রতি আহবান জানিয়ে নেতারা বলেন, “ভুয়া তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশের স্বার্থে সৎ ও শান্তিপূর্ণ নির্বাচনই এখন সময়ের দাবি।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক বদরুল আনাম খান, ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ আবু সাঈদ, ৩১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী আফছার উদ্দিন মাষ্টার, মাহাবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, নুরুল আলম দিপু, মাহাবুব উল্লাহ শামীম, এড. মশিউর রহমান নান্নু, এড. এ কে এম শহিদুল আলম, মিশকাত হোসেন, সাকিব জমাদার, জহিরুল ইসলাম জুয়েল, আশরাফুল ইসলাম নূর, সিরাজুল ইসলাম লিটন, আঃ হাকিম কমিশনার (সাবেক), জিয়াউল ইসলাম জিয়া, ময়েজ উদ্দিন চুন্নু, মাষ্টার রফিকুল ইসলাম বুলবুল, মোঃ মাসুদ, মোঃ মোস্তফা শেখ ইসলাম বিশ্বাষ, মোস্তাফিজুল আমিন পান্না, মোঃ জাহিদুর রহমান, এ কে এম সেলিম আলতাফ খান, শ্রমিক দলের মোঃ ইমরান কবির, আঃ বারেক, এমদাদ, সান্টু, স্বেচ্ছাসেবক দলের মাহমুদুল হক টিটু, মিরাজ শাহীন শুভ, মনজুর শাহীন রুবেল, নাঈম হাসান হাসিব, গোলাম কিবরিয়া, সাজু হাওলাদার, শেখ তারিক, শফিকুল ইসলাম সজল, ফয়সাল আমিন দীপ, ইব্রাহিম তালুকদার নয়ন, আশরাফুল, মিমো হাসান বাবু, মিশুক মোস্তফা, রবিউল ইসলাম, নাহিদ জুয়েল, রাহুল রাজু, ইয়াসিন, রিপন, ডালিম, আরিফ, আশরাফী চুমকি, কাকলি, মেহেরুন্নেছা, মিতু, সোনিয়া, সুজনা জলি, শিল্পী, লাকি, তিশা, জুলি, সুলতানা, সালমা, আনোয়ারা, চম্পা, ফরিদা, রোজিনা, মিনা, রহিমা ও আনিকা প্রমুখ।