খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২

নির্বাচনী পথসভায় মাওঃ ইউনুছ আহমাদ

দাকোপ-বটিয়াঘাটায় হাতপাখা প্রতীকের বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ১৪ অক্টোবর ২০২৫


ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে হাতপাখা প্রতীকের বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এই এলাকার সাধারণ জনগন এখন বিকল্প হিসেবে হাতপাখা প্রতীককে বেচে নিয়েছে। তিনি সমাবেশে অংশ নেওয়া সকল শ্রোতা ও একাধিক হিন্দু-খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইদেরকে আশ্বস্ত করে  বলেন আপনারা  বিজয়ের লক্ষ্যে কাজ করুন আপনাদের অধিকার দরজায় পৌঁছে যাবে। 
নেতা-কর্মীদের আশ্বস্ত করে মহাসচিব বলেন, এই আসনের বিজয়ের সম্ভাবনার  বিষয় খোদ পীর সাহেব চরমোনাইয়ের মুখেই শুনেছি, ইনশাআল্লাহ আপনারাই বিজয়ী হবেন।
সোমবার  বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ  খুলনা-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে দাকোপ উত্তর শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও  উপজেলা শাখা জয়েন্ট সেক্রেটারী হাফেজ ওসমান করিম ও আব্দুল্লাহ আল নোমানের যৌথ পরিচালনা পানখালী ফেরিঘাট চত্বরে অনুষ্ঠিত হাতপাখার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তবে জেলা ইসলামী আন্দেলনের সহ সভাপতি এবং খুলনা-১ আসনের হাতপাখা প্রতীক এর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ আবু সাঈদ বলেন, এই আসনে হাতপাখার বিজয়ী হলে অবহেলিত ও ভাঙন কবলিত অঞ্চলের ভাঙন রোধে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকার শিক্ষা ও চিকিৎসার মান উন্নয়ন এবং  বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা ও দুস্থ  ও অসহায়দের সকল বিষয়ে  ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।  সরকারের বরাদ্দকৃত সকল অর্থই জনগণের কল্যাণে ব্যয় করা হবে, জনগণের কোন হক তছরুপ করা হবে না।  
সমাবেশে বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারি এস এম রেজাউল করিম সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা প্রচার সম্পাদক  মুফতি আশরাফুল ইসলাম, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ ফরহাদ মোল্লা মাওঃ নাসিম উদ্দিন, বটিয়াঘাটা শাখার সভাপতি ইকরামুল ইসলাম সেক্রেটারি  ইসমাইল হোসেন, দাকোপ দক্ষিণ সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন সেক্রেটারি মাওলানা মুঃ মহসিন আলম মাহবুবী, উত্তর সেক্রেটারি শাকীল আহমেদ রাসেল, আব্দুল কাদের মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, আবু দাউদ, মাওলানা মোঃ আঃ রাজ্জাক, রফিকুল ইসলাম,ইবাদত গাজী জাহিদুল ইসলাম মুহিব্বুল্লাহ প্রমুখ।