খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২

২২নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সভায় তুহিন

আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার গভীর ষড়যন্ত্র চলছে

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ১৪ অক্টোবর ২০২৫


মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সকলকে সজাগ থাকাতে হবে। আসন্ন নির্বাচনে সকলের ভূমিকা আছে, নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। একটি ধর্ম ব্যবসায়ী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। একদিকে বিভ্রান্তি ছড়াচ্ছে অন্যদিকে নির্বাচনী কর্মকান্ড পুরোদমে চালিয়ে যাচ্ছে। ওই দলটি সবসময়ই জাতিকে অন্ধকারে রাখতে পছন্দ করে। তারা মুখে এক কথা বলে আর বাস্তবে ভিন্নরূপ।
গতকাল সোমবার সন্ধ্যায় ২২নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে। জামায়াতে ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়। তারা অন্য কোনো দেশের দলের শাখা হিসেবে কাজ করে।
২২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুল আলম দিপুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান জুয়েলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএম হুমায়ুন কবির, নাসির উদ্দিন ও ইশতিয়াক উদ্দিন লাভলু।
সভায় আরও উপস্থিত ছিলেন মফিজুল সরদার, সিরাজুল ইসলাম লিটন, মোঃ শহিদুল ইসলাম, ময়েজ উদ্দিন চুন্নু, সাহারুজ্জামান মুকুল, আলী হোসেন সানা,সাইফুল আলম মনা, বশির আহমেদ শাহিন, ইনসান আলী বেপারী, কবির গাজী, মোহাম্মদ জাফর মোল্লা, মোঃ শহিদুল ইসলাম, মোঃ নান্না, মোহাম্মদ রফিক, মোঃ সাঈদ, মোহাম্মদ মইদুল, মোহাম্মদ বাদশা, আলি আকবর, মোহাম্মদ মোস্তাহার, মোহাম্মদ মহরম, ফয়জুল্লাহ, মাসুদ পারভেজ লিটন, নাজমুল হাসান, মোহাম্মদ রাজ্জাক, হুমায়ূন বেপারী, মোহাম্মদ বাবু, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আবু তালেব টুকু, হান্নান মিয়া, রাজ্জাক শেখ, তরিকুল ইসলাম বাবু, মানিয়াল মন্ডল, আব্দুর রহমান, সুলতানা রহমান, মহসিন হোসেন মন্টু, লাবনী আক্তার, সাফিয়া বেগম, রাবেয়া বেগম, সোনিয়া গাজী ও হোসনা আর রহমান প্রমুখ।