খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২

নগরীতে ৩১ দফার লিফলেট বিতরণকালে এড. মনা

ফ্যাসিবাদের ছায়াশক্তি সোশ্যাল মিডিয়ায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার করছে

খবর বিজ্ঞপ্তি |
০২:০৫ এ.এম | ১৪ অক্টোবর ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ৫ আগস্টের পর থেকে বিএনপি’র বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসিবাদ চক্র ষড়যন্ত্র শুরু করেছে। ফ্যাসিবাদ ছায়াশক্তি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিএনপিকে চাঁদাবাজ ও সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অথচ এই অশুভ শক্তি সূ²ভাবে চাঁদাবাজি থেকে শুরু করে দখলবাজি করছে। কিন্তু একথা কেউ বলছে না। আর বিএনপি নেতা-কর্মীরা চুপ থেকে শুধু নিজেদের মধ্যে একে অন্যের বিরুদ্ধে দোষারোপে ব্যস্ত রয়েছে। যারা আওয়ামী লীগ করেছে এবং বিএনপিসহ সাধারণ মানুষকে অত্যাচার করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ফ্যাসিবাদ ছায়াশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী হতে হবে।
গতকাল সোমবার বিকেলে নগরীর সোনাডাঙ্গা কাঁচাবাজার এলাকায় বিএনপি প্রদত্ত ৩১ দফার প্রচারপত্র বিতরণ ও ধানের শীষের গণসংযোগকালে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এড. মনা বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া বাংলাদেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গিয়েছিল। এরপর শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার মালিক দাবি করে দেশকে লুটপাট করেছে। মুক্তিযোদ্ধাদের ভাতার লোভ দেখিয়ে মুক্তিযোদ্ধাদের কিনে নিয়েছিল। যার কারণে শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের খেতাব কেড়ে নিলেও একটা মুক্তিযোদ্ধা কথা বলেনি। প্রতিবাদের জন্য রাস্তায় নামেনি। শেখ হাসিনা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাকে পঁচিয়ে দিয়ে গেছে। বিএনপি ও দেশকে গুপ্ত ফ্যাসিস্ট ও ইসলাম ধর্মকে বিক্রি করা দলের হাত থেকে বাঁচাতে হলে এখনই মাঠে নামতে হবে, মানুষকে বোঝাতে হবে-বেহেশতের মালিক একমাত্র আল্লাহ। কোনো দল নয়।
এ সময়  উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক বদরুল আনাম খান, জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক শেখ তৈয়বুর রহমান, ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ আবু সাঈদ, ৩১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি গাজী আফসার উদ্দিন মাস্টার, ২২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুল আলম দীপু, ২৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনি, মাহবুব উল্লাহ শামীম, সাকিব জমদ্দার, জহিরুল ইসলাম জুয়েল, সালাউদ্দিন বুলবুল, তারিকুল ইসলাম তারেক, মুরশিদুর রহমান লিটন, ওয়ায়াজ উদ্দিন শান্টু, সেলিম আলতাফ খান, মাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, মোহাম্মদ মুকুল, আলী হোসেন, মিন্টু কাজী, শহিদুল আলম, জাহিদুর রহমান, নুরুল ইসলাম, আব্দুল হালিম, মোঃ নাসিম, রাহাত আলি লাচ্চু, খায়রুজ্জামান সজীব, মাহমুদুল হক টিটু, মিরাজ, শাহিন, শুভ, মনজুর, শাহীন, রুুবেল,  গোলাম কিবরিয়া, সাজু হাওলাদার, শেখ তারিক, শফিকুল ইসলাম, সজল, ফয়সাল আমিন, দ্বীপ ইব্রাহিম নয়ন, আরিফা আশরাফির চুমকি, কাকলি, মেহেরুন্নেসা মিতু, সোনিয়া, সুজানা জলি, শিল্পী, লাকি, তিশা, জুলি সুলতানা, সালমা, আনোয়ারা, চম্পা, ফরিদা, রোজিনা ও মিনা  রহিমা আনিকা প্রমুখ।