খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২

মোরেলগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি, শিক্ষা কার্যক্রম ব্যাহত

মোরেলগঞ্জ প্রতিনিধি |
০১:৩০ পি.এম | ১৪ অক্টোবর ২০২৫


বাগেরহাটের মোরেলগঞ্জে সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় দুইদিন ধরে শিক্ষকরা কর্মবিরতির কর্মসূচি পালন করছে। যার কারনে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মবিরতির চিত্র দেখা গেছে ।

কেন্দ্রীয় কর্মসূচির আওতায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও সিনিয়র মাদ্রাসার লাগাতার কর্মসূচি পালিত হচ্ছে। শিক্ষকদের প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে হাজিরা দিতে হচ্ছে। কিছু কিছু শিক্ষার্থীরা ক্লাশে উদ্দেশ্যে আসলেও ক্লাশ না হওয়ায় আবারো বাড়ি ফিরে যাচ্ছে। তবে এসব শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষকদের যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করেছে।

মোরেলগঞ্জ টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো: ইউনুছ আলী আকন ও আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাকাওয়াত হোসেন হেলাল জানান, কেন্দ্রীয় কর্মসূচির আওতায় তাদের এ কর্মবিরতির কর্মসূচি চলছে। তাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এ ক্লাশ বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।