খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ জনকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

খবর প্রতিবেদন |
০১:৫২ পি.এম | ১৪ অক্টোবর ২০২৫


জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ পলাতক চারজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বাকি তিন আসামি হলেন–কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

তাদের চারজনের বিরুদ্ধে এর আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাদের গ্রেপ্তার করা যায়নি।

সেই পরিপ্রেক্ষিতে এদিন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ চার আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়।

এ ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে ২৩ অক্টোবর।

হানিফসহ চারজনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ ৬ অক্টোবর আমলে নেয় ট্রাইব্যুনাল-২। সেদিনই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ১৪ অক্টোবর তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

প্রসিকিউশন এ মামলায় উসকানিমূলক বক্তব্য দেওয়া, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার তিন দফা অভিযোগ এনেছে।