খুলনা | বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

উপাচার্যের গভীর শোক

খুবির কর্মচারী শেখ জাকির হোসেনের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
১২:১৭ এ.এম | ১৫ অক্টোবর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট (পিআরএল) শেখ জাকির হোসেন সোমবার আনুমানিক রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর ১২টায় প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, গণিত ডিসিপ্লিন প্রধান ড. মোঃ আজমল হুদা, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খানবাহাদুর আহছানউল­া হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন। জানাজা নামাজে কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস ইমামতি করেন। পরবর্তীতে লবণচরা বান্ধা বাজার এলাকায় জানাজা নামাজ শেষে তাকে হাজী আঃ মালেক কবরস্থানে দাফন করা হয়। 
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এক বিবৃতিতে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট শেখ জাকির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান ড. মোঃ আজমল হুদা এবং ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।