খুলনা | বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান ,৭ দালালকে জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৫ এ.এম | ১৫ অক্টোবর ২০২৫


সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৭জন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটক সাতজনের মধ্যে চারজনকে কারাদণ্ড প্রদান ও তিনজনকে জরিমানা করা হয়। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদেরকে আটক করা হয়। 
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল সাগর হোসেন রনি (২০), মিলন কুমার ঘোষ (১৮), রেজাউল গাজী (৪২) ও আল মামুন বাদশার (২৫) প্রত্যেককে দুইশ’ টাকা করে জরিমানাসহ ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে দালাক অচিন্ত কুমার  বৈদ্য (৪৪), প্রসেনজিৎ কুমার মন্ডল (৩১) ও মর্জিনা বেগমকে (৬০) দুইশ’ টাকা জরিমানা আদায় করে ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আটককৃতরা সকলেই শ্যামনগরের বাসিন্দা।
খুলনা সমন্বিত জেলা দুদকের সহকারী পরিচালক মোঃ জাহিদ ফজল বলেন শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তাররা রোগী রেফার করে প্যাথলজি ও ক্লিনিকে পাঠায় এবং দালালদের মাধ্যমে হাসপাতাল থেকে রোগীদের নিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যাওয়া ও হাসপাতালের পরিবেশসহ সার্বিক বিষয় নিয়ে অভিযোগ ছিল। তার পরিপ্রেক্ষিতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্যাথালজি সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ডাক্তারদের অন্যত্র রোগীদের রেফার করার সত্যতা পাওয়া যায়। হাসপাতাল থেকে সাত দালালকে হাতেনাতে আটক করা হয়।