খুলনা | বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

পিআর পদ্ধতির নির্বাচনসহ ৫ দফা দাবিতে নগর ও জেলা জামায়াতের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫১ এ.এম | ১৫ অক্টোবর ২০২৫


পিআর পদ্ধতির নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার  বিকেলে নগরীর বাবরী চত্বরে (শিববাড়ি মোড়) অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নগর আমীর ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিতকরণ, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন তাদের নিষিদ্ধের দাবিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি অভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। 
তিনি বলেন, কেউ কেউ পিআর বোঝেন না। সময় গেলে এটাও বুঝবেন। কেয়ারটেকার পদ্ধতির মতো পিআর পদ্ধতিও এ দেশে কার্যকর এবং গ্রহণযোগ্য হবে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ জামায়াত ঘোষিত ৫ দফা দাবি মেনে নিন।  জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি এখন জনগণের দাবিতে পরিনত হয়েছে। দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্র“য়ারিতে কালোটাকামুক্ত, চাঁদাবাজমুক্ত, টেহুারবাজমুক্ত, ভোট কেন্দ্র দখলমুক্ত একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। যা বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ার ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় আসীন করবে। অন্যথায় আবারও গণআন্দোলনের সূচনা হবে।
মহানগরী সহকারী সেক্রেটারি এড. শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তৃতা করেন নগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সেক্রেটারি রাকিব হাসান, মিম মিরাজ হোসাইন, মহানগরী মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, আ স ম মামুন শাহীন, মুকাররম বিল্লাহ আনসারী, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন, এড. শফিকুল ইসলাম লিটন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক স ম এনামুল হক, সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মুনাওয়ার আনসারী, লবণচরা থানা আমীর মোজাফফর হোসেন, সদর থানা সেক্রেটারি আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম, খালিশপুর থানা সেক্রেটারি আব্দুল আওয়াল, দৌলতপুর থানা সেক্রেটারি মাওলানা মহিউদ্দীন, আড়ংঘাটা থানা সেক্রেটারি শেখ মোঃ তুহিন, হরিণটানা থানা সেক্রেটারি এড. ব ম মনিরুল ইসলাম, লবণচরা থানা সেক্রেটারি মাহমুদুল হাসান জিকু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান ও কাজী মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ সাঈদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 
মানববন্ধন কর্মসূচিতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-প্লাকার্ড, ফেস্টুন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীসহ হাজার হাজার জনতা অংশ নেয়।