খুলনা | বুধবার | ১৫ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

খুলনায় মহিলা ও শিশু অধিকার ফোরামের সমন্বয় সভা

জামায়াত ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে : সেলিমা রহমান

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৩ এ.এম | ১৫ অক্টোবর ২০২৫


গণতন্ত্র পুনরুদ্ধার, নারী-শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়াতে জনপ্রতিনিধিদের অভিজ্ঞতার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহŸায়ক বেগম সেলিমা রহমান। তিনি বলেন, “জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের সামনে যে রাজনৈতিক চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবিলায় অভিজ্ঞ নেতৃত্ব অপরিহার্য।” 
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নারী ও শিশু অধিকার ফোরামের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। 
সেলিমা রহমান বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনপ্রতিনিধিদের অভিজ্ঞতাকে মূল্যায়ন করছেন এবং তাঁর নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আরও শক্তিশালী হবে। 
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, “বেগম খালেদা জিয়া রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করেছেন। আজ তিনি মিথ্যা মামলায় বন্দি হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।” জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের রাজনৈতিক কৌশল সম্পর্কে সতর্ক থাকার আহŸান জানিয়ে সেলিমা রহমান বলেন, “জামায়াত একটি ধর্মভিত্তিক দল। তারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এই অপশক্তির বিরুদ্ধে নারীদেরই বড় ভূমিকা রাখতে হবে-গ্রামের মা- বোনদের কাছে গিয়ে সত্য তুলে ধরতে হবে।” 
তিনি আরও জানান, আগামী ফেব্র“য়ারির জাতীয় নির্বাচনে বিএনপি থেকে কমপক্ষে ৫ শতাংশ নারী প্রার্থী সরাসরি ভোটে মনোনয়ন পাবেন, যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে। “নারীরা নিজের অধিকার নিজেরাই প্রতিষ্ঠা করবে-এটাই বিএনপি’র লক্ষ্য,” বলেন সেলিমা রহমান। 
নারীর অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, “দেশে নারী শিক্ষা ও পেশাজীবী অঙ্গনে যে উন্নতি দেখা যাচ্ছে, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নীতি ও দিকনির্দেশনার ফল। এখন তারেক রহমানের নেতৃত্বে নারী জাগরণ নতুন অধ্যায়ে প্রবেশ করছে।” 
সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, এম এ সালাম, রহমত উল্লাহ পলাশ প্রমুখ। 
সভা পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব নিপুন রায় চৌধুরী। তিনি বলেন, “আগামী নির্বাচনে বিএনপি যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দেবে, এবং তাঁরা জনগণের ভোটে বিজয়ী হবেন।” আজিজুল বারী হেলাল তাঁর বক্তব্যে বলেন, “ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা চলছে। ইসলামের প্রকৃত চেতনা নারী অধিকার প্রতিষ্ঠার পক্ষে, বিএনপিও সেই আদর্শেই কাজ করছে।” তিনি আরও বলেন, “কোরআনের অপব্যাখ্যা দিয়ে নারীদের বিভ্রান্ত করার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ইসলাম নারী ও পুরুষের মর্যাদা সমানভাবে স্বীকার করেছে। বিএনপি সেই নীতিতে বিশ্বাসী।” 
সভায় বক্তারা নারীদের প্রতি সহিংসতা, হুমকি এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বিএনপি’র অবস্থান স্পষ্ট করেন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্র“তি দেন। বক্তারা আরও বলেন, শরিয়া আইন ও ইসলামী রাষ্ট্র ধারণা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে জনগণকে প্রভাবিত করার যে চেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে। ইসলামের প্রকৃত শিক্ষা হলো ন্যায়, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা-যা বিএনপি বিশ্বাস করে ও ধারণ করে। অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন-“ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র ও নারী-পুরুষের সমান অধিকার পুনরুদ্ধার করা হবে।