খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর

খবর বিনোদন |
০৪:০৬ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর আর নেই। বুধবার (১৫ অক্টোবর) মুম্বাইয়ে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

টেলিভিশনে ‘মহাভারত’ ধারাবাহিকে কর্ণ চরিত্রে অভিনয় করে পঙ্কজ ধীর ব্যাপক পরিচিতি পান। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং অস্ত্রোপচারও করা হয়, কিন্তু শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

ভারতীয় গণমাধ্যমের খবর, অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু ও সহঅভিনেতা অমিত বহাল। ভারতের অভিনয় শিল্পীদের সংগঠন ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ তার মৃত্যুতে শোক জানিয়েছে। বুধবার বিকেলে মুম্বাইয়েই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

পঙ্কজ ধীর ছোটপর্দার পাশাপাশি বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন। ‘জমিন’, ‘সোলজার’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’সহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ওয়েব সিরিজেও কাজ করছিলেন।