খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

পাঁচ দফা দাবিতে বাগেরহাটে জামায়াত ও ইসলামী আন্দোলনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৪৯ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫দফা দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার সকালে শহরের আদালত চত্বরে জেলা জামায়েতের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য দেন জেলা আমীর মাওলানা মোঃ রেজাউল করিম, সেক্রেটারি মোঃ ইউনুস শেখ, বাগেরহাট-৩ আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এড. ওয়াদুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে জামায়াত নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় স্বার্থে সরকারকে অবিলম্বে তাদের পাঁচ দফা দাবি মানতে হবে। অন্যথায় দেশে আবারো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে বলে হুঁশিয়ারি দেন তারা।
অন্যদিকে একই দাবিতে বেলা ১১টায় বাগেরহাটের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন। বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা দাবি করেন সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ফারুক হোসাইন, সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মুফতি নুরুজ্জামান, ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা শাহজালাল সিরাজী, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আবু মুসা, যুব সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ আরও অনেকে। 
সংগঠনের মুখপাত্র বলেন, তফসিল ঘোষণার আগেই জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজন না হলে জাতীয় নির্বাচনই সংকটে পড়তে পারে। দাবিগুলো হচ্ছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্র“য়ারিতে নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত মকরা, ফ্যাসিস্ট সরকারের জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।