খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

কালিগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দেশের কৃষি ও অর্থনীতিতে গ্রামীণ নারী কৃষকের অবদানকে তুলে ধরতে এবং তাদের অধিকার নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে কালিগঞ্জ সরকারি কলেজের সামনে ফুড সিকিউরিটি নেটওয়ার্ক (খানি বাংলাদেশ), সদস্য সংস্থা-অনন্যা, হাউশি, প্রাণ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সেভগাডিং অফিসার কানিজ শাইমা আঁখির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী জাফরুল­াহ ইব্রাহিম, কেয়ার ফর উইমেন প্রজেক্ট ম্যানেজার এনামুল হক, নারী কৃষক নাজমা বেগম, মিরা পারভীন, রাবেয়া খাতুন, সুন্দরী রাণী, সাদিয়া আক্তার, মুন্নী পারভীন প্রমুখ। 
বক্তারা বলেন, দেশের মোট কৃষি শ্রমশক্তির প্রায় ৭৪ শতাংশ নারী। গত এক দশকে কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রায় ১১৬ শতাংশ বেড়েছে, যা নারীদের দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানকে নির্দেশ করে। কিন্তু এই বিশাল অবদানের পরও প্রায় ৭২ শতাংশ নারী কৃষি শ্রমিক কোন পারিশ্রমিক পান না এবং তারা পারিবার নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন।