খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

মোল্লাহাটে স্বামী ও দু’সন্তান ছেড়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা : এলাকায় চাঞ্চল্য

মোল্লাহাট প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আড়ুয়াডিহি গ্রামে স্বামী ও দুই সন্তানকে ফেলে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন এক নারী (৩৫)। মঙ্গলবার সকালের এ ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়–য়াডিহি গ্রামের ওই নারী দীর্ঘদিন ধরে একই গ্রামের আতিয়ার মলি­কের ছেলে মিন্টু মলি­কের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিলেন। মিন্টু দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। প্রবাসে যাওয়ার আগ থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। স¤প্রতি মিন্টু ছুটি নিয়ে দেশে ফেরেন। বাড়ি ফেরার পর পুনরায় তাদের মধ্যে যোগাযোগ ও দেখা-সাক্ষাৎ শুরু হয়। গত রোববার গভীর রাত ৩টার দিকে স্থানীয়রা ওই নারী ও মিন্টু মলি­ককে নারীর স্বামীর বাড়িতে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। বিষয়টি জানাজানি হলে নারীর স্বামী ঢাকার কর্মস্থল থেকে বাড়ি ফিরে আসেন এবং ঘটনাটি নিশ্চিত হয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। পরবর্তীতে মঙ্গলবার সকালে ওই নারী প্রেমিক মিন্টু মলি­কের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। বিষয়টি এলাকাবাসীর উপস্থিতিতে মীমাংসার চেষ্টা চলছে। এদিকে মিন্টু মলি­ক বিয়ে করতে রাজি আছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ওই নারী বলেন, মিন্টুর কারণে আমার ঘর-সংসার হারিয়েছি। এখন তার স্ত্রী হওয়া ছাড়া আর কোন পথ নেই। মিন্টুকে বিদেশে যাওয়ার সময় টাকা দিয়েছিলেন বলেও দাবি করেন ওই নারী। 
মিন্টু বলেন, আমি তাকে বিয়ে করে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। এ নিয়ে কারো আলোচনা সমালোচনা করার প্রয়োজন নেই। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বলেন “এ ধরনের ঘটনা পারিবারিক বন্ধনকে ভেঙে দেয় এবং সন্তানদের ভবিষ্যৎকে ঝুঁঁকির মুখে ফেলে। সমাজে নেতিবাচক প্রভাব পড়ে।” তারা আরও বলেন, “এমন ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে, সেটিই আমাদের প্রত্যাশা।”
ঘটনাটি নিয়ে এলাকাবাসী ও আত্মীয়-স্বজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো হস্তক্ষেপের খবর পাওয়া যায়নি।