খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

বেতাগায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

চুলকাঠি (বাগেরহাট) প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


বাগেরহাটের ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ আরমান হোসেন বাদশা ও জি এম শামীম হাসানের নেতৃত্বে বেতাগা ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা’র এই লিফলেট মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ সাদ্দাম হোসেন, মোঃ আল আমীন, মোঃ মেশকাত হোসেন, মিরাজুল ইসলাম ও মোঃ মইন উদ্দিন শেখসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এদিন তাঁরা বেতাগা ইউনিয়নের বেতাগা বাজার, গাবতলা বাজার, ৬০তলা বাজার, মাসকাটা বাজার, ধনপোতা মোড় ও শুকদাড়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন।