খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

তালায় কৃষকদের মাঝে সার ও সবজি বীজ বিতরণের উদ্বোধন

তালা প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ১৫ অক্টোবর ২০২৫


তালায় রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সার ও সবজি বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক কৃষ্ণা রাণী মন্ডল।
উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান এবং উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল­ুর রহমান প্রমুখ। কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৬৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন জাতের সবজি বীজ ও সার বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদের হাতে উন্নতমানের বীজ ও সার পৌঁছে দিয়ে স্থানীয়ভাবে নিরাপদ সবজি উৎপাদন বৃদ্ধি করা। এতে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে।” অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে প্রতীকীভাবে বীজ ও সার বিতরণ করা হয়।