খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ১ কার্তিক ১৪৩২

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে

হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
১২:১২ এ.এম | ১৬ অক্টোবর ২০২৫


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর আয়োজিত কর্মসূচির আওতায়, জেলা ক্রীড়া অফিস খুলনার আয়োজনে হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান। প্রতিযোগিতায় ছয়টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে কে ডি এ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খুলনা পাবলিক কলেজ, জেবিএম মাধ্যমিক বিদ্যালয়, দিলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, নেভি এ্যাকরেজ স্কুল এন্ড কলেজ ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা। প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ৮-৬ গোলে দিলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ তৌফিক হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।