খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩০ আশ্বিন ১৪৩২

নারীর প্রতি সহিংসতা নীরবতা ভাঙতে হবে

|
১২:১৩ এ.এম | ১৬ অক্টোবর ২০২৫


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) প্রকাশিত ‘নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪’-এর তথ্য ভয়াবহ বাস্তবতার প্রমাণ হাজির করেছে। জরিপের তথ্য অনুসারে, দেশের প্রতি চারজন নারীর মধ্যে তিনজনই (৭৫.৭ শতাংশ) জীবনে অন্তত একবার তাঁদের জীবনসঙ্গী বা স্বামী দ্বারা শারীরিক, যৌন, মানসিক, অর্থনৈতিক বা নিয়ন্ত্রণমূলক সহিংসতার শিকার হয়েছেন। এই পরিসংখ্যান একদিকে যেমন উদ্বেগজনক, তেমনই তা পারিবারিক কাঠামোর অভ্যন্তরে নারীর নিরাপত্তাহীনতার এক ভয়াবহ চিত্র তুলে ধরে।
যদিও এই জরিপে সামগ্রিক সহিংসতার হার ২০১৫ সালের চেয়ে প্রায় ১৭ শতাংশ কমে আসার ইতিবাচক দিকটি উলে­খ করা হয়েছে, কিন্তু ৭৫.৭ শতাংশ নারীর জীবনে সহিংসতা ভোগ করার অভিজ্ঞতা-এই উন্নতির সন্তুষ্টিকে ম্লান করে দেয়। বিশেষ করে ৪৭.৩ শতাংশ নারীর শারীরিক সহিংসতা এবং ২৯ শতাংশ নারীর যৌন সহিংসতার শিকার হওয়ার তথ্যটি পারিবারিক সম্পর্কের বিশ্বাস ও নির্ভরতার ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে।
জরিপে আরো দেখা গেছে, সহিংসতার শিকার নারীদের মধ্যে পরিষেবা চাওয়ার হার অত্যন্ত কম। প্রতি তিনজন ভুক্তভোগী নারীর মধ্যে দু’জনই নীরব থাকেন এবং তাঁদের অভিজ্ঞতা কখনো প্রকাশ করেন না। এই নীরবতা প্রমাণ করে, পরিবার ও সমাজের পক্ষ থেকে নারীরা বিচার বা সহযোগিতা পাওয়ার আস্থা অনুভব করেন না, যা সমস্যাটিকে আরো জটিল করে তোলে।
সমাজে একটি সুদৃঢ় সামাজিক-মানসিক সহায়তা ব্যবস্থার অভাব এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে ভীতি এই নীরবতার মূল কারণ হতে পারে। তবে আশার আলো দেখায় শিক্ষার ভূমিকা। জরিপের তথ্য অনুযায়ী, উচ্চশিক্ষা নারীর প্রতি শারীরিক ও যৌন সহিংসতার ঝুঁঁকি ৫৯ শতাংশ পর্যন্ত কমায় এবং স্বামীর শিক্ষা ৩২ শতাংশ ঝুঁঁকি কমাতে সহায়ক। এর থেকে স্পষ্ট, নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধের একটি অন্যতম কার্যকর হাতিয়ার হলো শিক্ষা।
শিক্ষা নারীকে আত্মবিশ্বাসী করে তোলে এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার পথ দেখায়, যা সহিংসতা প্রতিরোধের ঢাল হিসেবে কাজ করে। শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, আইনের যথাযথ প্রয়োগ, দ্রুত বিচার এবং মানসিকতায় পরিবর্তন আনা জরুরি। নীরবতার দেয়াল ভাঙতে হবে। পরিবার, শিক্ষা ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে নারীকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে, অধিকার ও মর্যাদায় সমান নাগরিক হিসেবে গড়ে তুলতে।