খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২

পাইকগাছায় পৃথক কর্মসূচিতে জেলা বিএনপি’র আহবায়ক মন্টু

ফ্যাসিষ্ট সরকার মেগাপ্রকল্পের নামে হাজার কোটি টাকা লুটপাট করেনি, দেশের অভ্যন্তরীণ সম্পদও নষ্ট করেছে

নিজস্ব প্রতিবেদক ও পাইকগাছা প্রতিনিধি |
০১:৫৮ এ.এম | ১৭ অক্টোবর ২০২৫


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকার শুধু মেগাপ্রকল্পের নামে হাজার কোটি টাকা লুটপাট করেনি, দেশের অভ্যন্তরীণ সম্পদও নষ্ট করেছে। বাংলাদেশকে প্রভূ রাষ্ট্রের মুখাপেক্ষী করে তুলতে দেশের রপ্তানী খাতকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করেছে। হিমায়িত মৎস্য রপ্তানী খাতকে শেষ করে দিয়েছে আওয়ামী লুটেরা। ভেড়িবাঁধ মেরামতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী এমপি-মন্ত্রীরা। বিপর্যস্ত অর্থনীতি, বিধ্বস্ত বাংলাদেশ ও ভোটাধিকার বঞ্চিত জনগণের স্বনির্ভরতা অর্জনে তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। নানান সমস্যায় জর্জরিত উপক‚লীয় জনপদ পাইকগাছা-কয়রাবাসীর অস্তিত্ব ঠিকিয়ে রাখতে ‘ধানের শীষ’ প্রতীকের বিকল্প কিছুই নেই, হতে পারে না। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলো, আর পাইকগাছা-কয়রাবাসীর অধিকার আদায়ে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব থাকবে না- তাহলে আমরা বড় হতভাগ্য হয়ে পড়বো। তাই সকল ভেদাভেদ ভুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন থেকে ‘ধানেরশীষ’ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে সকল বঞ্চনার অবসান ঘটাতে হবে। বৃহস্পতিবার পাইকগাছায় বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গতকাল সকালে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি লিমিটেডের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। সমিতির সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মোড়লের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ আবুল হোসেন ও তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা জিএম হারুন অর রশীদ, মোঃ জিয়াউদ্দীন নায়েব, শেখ রুহুল কুদ্দুস, জিএম রুস্তুম, মোঃ আজাহারুল, হারুন অর রশিদ, হাফিজুর রহমান, কামাল মোড়ল, ফুল মিয়া, সালাউদ্দিন গাজী, আসলাম পারভেজ, গোলদার নায়েব, মোকলেছুর রহমান, পংকজ, দেবু দাস, রফি গাজী, পলাশ, রেজাউল সানা, আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ আল তুহিন, জাকির সরদার, ইব্রাহিম মোল্লা, গফুর গাজী ও মোহাম্মদ আলী সরদার প্রমুখ।
বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে পাইকগাছা পৌরসভা মহিলা দলের উদ্যোগে কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। 
পৌরসভা মহিলা দলের আহবায়ক এড. রাশনা শারমিন আঁখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা মহিলা দলের সভাপতি এড. তাসলিমা খাতুন ছন্দা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পৌরসভা সভাপতি আসলাম পারভেজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা মহিলা দলের আহবায়ক লক্ষী রাণী গোলদার, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, শেখ রুহুল কুদ্দুস। মহিলা দলের নেত্রী বাসন্তী মন্ডল ও সুলতানা রহমান হেনার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আতাউর রহমান, মনিরুল ইসলাম মন্টু, পৌরসভা মহিলা দলের নেত্রী সুলতানা লাবনী, কৃষ্ণা ব্যানার্জি, আলিজা খাতুন, সাবরিনা আক্তার, রেহানা পারভীন, শাহিদা ইসলাম, নাজমিন নাহার, রেহানা ইসলাম ও শাহিদা বেগম। 
অন্যদিকে সন্ধ্যায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ শুকুরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, পৌরসভা বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এসএম ইমদাদুল হক ও পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ। 
ব্যবসায়ীরা খুলনা থেকে পাইকগাছা-কয়রার সড়ক পথের দুরাবস্থা, ব্যবসায় মন্দাভাব, জরাজীর্ণ ভেড়িবাঁধ ও উদ্বিগ্ন উপক‚লবাসীর নানান সংকট-সমস্যার কথা তুলে ধরেন। এসময়ে ব্যবসায়ীদের বক্তব্য ধর্য্যসহকারে শুনে আগামীতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে পর্যায়েক্রমে কয়রা-পাইকগাছার সকল সমস্যার সমাধান হবে বলে প্রতিশ্র“তি ব্যক্ত করেন বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু।
ব্যবসায়ীদের মধ্যে বক্তৃতা করেন সমিতির সহ-সভাপতি মোঃ সোহেল রাশেদ জনি, সাধারণ সম্পাদক শেখ ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন, সদস্য মোঃ শাহীন গাজী, মোঃ মনিরুল ইসলাম, কেএম মোশারফ হোসেন, মোঃ নুরু গাজী, রাজিব কুমার মন্ডল, মোঃ সেলিম শাহারিয়া, মোঃ রাব্বু ইসলাম দিপু ও মুহাম্মাদ আমিনুল ইসলাম প্রমুখ।