খুলনা | শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ট্রিপলি ক্লাবের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ১৮ অক্টোবর ২০২৫


খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় ট্রিপলি ক্লাব উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান ক্লাবের মনোগ্রাম ও ফলক উন্মোচন এবং কেক কেটে ট্রিপলি ক্লাব-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ড. মোঃ মুঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। এ সময় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদার, ব্যবসায় শিক্ষা অনুষদে ডিন (ইনচার্জ) মোঃ মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান (ইনচার্জ) সাদিয়া সুলতানা, আইএসএলএম বিভাগের বিভাগীয় প্রধান (ইনচার্জ) মিসেস ফারজানা শারমিন আনিকা, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামানসহ  ইইই বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 
কেকেবিএইউ ট্রিপলি ক্লাবের একজন আহবায়ক, একজন সহ-আহবায়ক ও ৫ জন সদস্য নির্বাচন করা হয়। ১ম ব্যাচের শিক্ষার্থী ইবাদত শিকারী আহবায়ক, ২য় ব্যাচের  শিক্ষার্থী আবু হুরাইরা সহ-আহবায়ক এবং সদস্যবৃন্দ ১ম ব্যাচের শিক্ষার্থী স্বপ্নীল দাশ, ২য় ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিফ, ৩য় ব্যাচের শিক্ষার্থী নাজমুল হাসান সজীব, ৪র্থ ব্যাচের শিক্ষার্থী রাসেল ইসলাম এবং হাদিউজ্জামান আকাশ নির্বাচিত হয়। এছাড়া ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) এবং ইইই  বিভাগের বিভাগীয় প্রধান ড. মুঈন উদ্দিনকে উপদেষ্টা এবং ইইই বিভাগের প্রভাষক শাহারিয়ার পল্লব, মোঃ মেহেদী হাসান, হিরা খাতুন ও সৌরভ কুমার বিশ্বাসকে কো-উপদেষ্টা করে এ্যাডভাইজরি কমিটি গঠন করা হয়।