খুলনা | শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

নারীর ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র সংস্কার অসম্ভব : ডক্টর শেখ ফরিদুল ইসলাম

রামপাল প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ১৮ অক্টোবর ২০২৫


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে রামপালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রামপালের কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের-মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে তিনি উপস্থিত নারী পুরুষের মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং প্রতিটি দফা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড, বেকার যুবকদের কর্মসংস্থান, নারীদের শিক্ষা-স্বাস্থ্য ও বিদেশগমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে। চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে।
লায়ন ফরিদুল আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে। পরিবেশ রক্ষায় এটি বিএনপি’র অঙ্গীকার। তারেক রহমান দেশের প্রতিটি জনপদের খবর রাখেন, মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবেন। তিনি উপস্থিত জনতার প্রতি আহŸান জানিয়ে বলেন, বিএনপি জনগণের দল। আপনারা বিএনপি’র সঙ্গে থাকুন, বিএনপি আপনাদের সঙ্গে নিয়েই এ জনপদ গড়ে তুলবে। 
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহŸায়ক তারিকুল ইসলাম শোভন, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক কাজী অজিউর রহমান এবং যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু প্রমুখ।