খুলনা | শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

পাইকগাছায় জামায়াতের যুব ও সুধী সমাবেশে আবুল কালাম

আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:২৭ এ.এম | ১৮ অক্টোবর ২০২৫


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে। যুগে যুগে যুবকরাই ইতিহাসের বাঁক পাল্টাতে নেতৃত্ব দিয়েছেন। যার তরতাজা উদাহরণ জুলাই অভ্যুত্থান। দু’টো সমাজ ইসলামকে দারুণ ভাবে ধারণ করছে-একটি আমাদের যুব সমাজ, আরেকটা আমাদের মায়েদের সমাজ। 
শুক্রবার বিকেলে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের ঈদগাহ ময়দানে ১নং ওয়ার্ডে যুব ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
লস্কর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা শামসুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা ইউনিট সদস্য কাজী তামজীদ আলম, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি  মোঃ আলতাফ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ  ফেডারেশনের সভাপতি হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী। অন্যান্যের মধ্যে পাইকগাছা উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুস সবুর, হিন্দু কমিটির নেতা আশুতোষ কুমার মন্ডল ও স্বপন কুমার সানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার আল আমিন ট্রাস্টে পাইকগাছা উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ আলতাফ হোসেনের পরিচালনায় জেলা  ইউনিট সদস্য কাজী তামজিদ আলম, মাওলানা শেখ কামাল হোসেন, অধ্যাপক আব্দুল মোমিন সানা ও এড. আব্দুল মজিদ, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নূরে আলম সিদ্দিকী, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সবুর, উপজেলা ইউনিট সদস্য মোঃ আব্দুস সালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম প্রমুখ।