খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৪ কার্তিক ১৪৩২

সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বিশৃঙ্খলায় জুলাই যোদ্ধারা জড়িত নয় : সালাহউদ্দিন আহমদ

খবর প্রতিবেদন |
০১:৩০ পি.এম | ১৯ অক্টোবর ২০২৫


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা জড়িত থাকতে পারেন না। আওয়ামী ফ্যাসিবাদরা অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

আজ রোববার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সম্মানের চোখে দেখে বিএনপি, তাদের যাতে সম্মানহানি না হয় সে চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, দলগুলোর ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে। তিনি এটিকে জাতীয় জীবনের শক্তি হিসেবে অভিহিত করেন। তার মতে, এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করার চেষ্টা করা হয়েছে। কোনোভাবেই তারা যাতে বিতর্কিত না হন, সে চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপিকে এই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর কোনো প্রচেষ্টাই সফল হবে না। এ সময় ক্ষমা চাওয়ার বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্যকে তিনি স্বাগত জানান।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা একই সূত্রে গাঁথা। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অনেকেই মনে করেন। এ সময় তিনি বিএনপির বক্তব্য খণ্ডিত করে অপব্যাখ্যা দেয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।