খুলনা | সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৪ কার্তিক ১৪৩২

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

খবর প্রতিবেদন |
০৭:৪৮ পি.এম | ১৯ অক্টোবর ২০২৫


রাজধানীর পুরান ঢাকার আরমানি টোলার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জুবায়েদ রহমান জবির ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহŸায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি জবির কুমিল­া জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

রোববার সন্ধ্যার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে বংশাল থানাকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি তখন টিউশনিতে যাচ্ছিলেন। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী মারা গেছেন। ঐ বাসায় তার টিউশনি ছিল। এখনো কোন কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।’

জোবায়েদের মৃত্যুর খবর নিশ্চিত করে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু সাইদ মোঃ রিপন রউফ বলেন, ‘আমি আরেকটু আগেই জেনেছি জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি অত্যন্ত মর্মাহত, এই মুহূর্তে কথা বলতে পারছিনা।’

লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (লালবাগ জোন) মোঃ আমিনুল কবীর তরফদার। তিনি বলেন, ‘পুরান ঢাকায় একটি বাসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের জুবায়েদ রহমান নামের একজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। তবে কীভাবে তিনি নিহত হয়েছেন বা কারা খুন করেছে এসব বিষয়ে এখনো কিছু জানি না। ঘটনাস্থলে যাচ্ছি।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘আমাদের ভাই জবি ছাত্রদলের আহবায়ক সদস্য জুবায়েদ কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। হত্যাকারীর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’

পুলিশের তদন্ত চলমান থাকায় ঘটনার পেছনের প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট পক্ষ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।